কঠিন ভাইরাসে আক্রান্ত শ্যামল মাওলা!

শ্যামল মাওলা

বিনোদন ডেস্ক : অভিনয়ের জনপ্রিয় মুখ শ্যামল মাওলা। একের পর এক চমক নিয়ে দর্শকদের মন জয় করছেন তিনি। সম্প্রতি ফেসবুকজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে এই অভিনেতার একটি ছবি। যেখানে দেখা যায়- শ্যামল মাওলা চাদর দিয়ে মুখের অর্ধেক ঢেকে রেখেছেন। বাকি অর্ধেকে ভাইরাস আক্রান্ত। ছবিটি দেখে অনেকের প্রশ্ন, তাহলে কি নতুন কোনো চমক আসছে?

শ্যামল মাওলা

হ্যাঁ, শ্যামল মাওলার নতুন এই রূপ ওয়েব সিরিজ ‘ভাইরাস’র। যা নির্মাণ করেছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে তার পাশাপাশি আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, শরীফ সিরাজ, রাশেদ মামুন অপু, গোলাম ফরিদা ছন্দা, মারশিয়া শাওন, টুপুরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের একঝাঁক শিক্ষার্থী।

শ্যামল মাওলা বলেন, ‘ভাইরাসে কাজ করার মূলে আছে অনম বিশ্বাস। তার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। আর এখানে আমার চরিত্রটাও একদম ভিন্ন। দর্শক দেখলেই বুঝতে পারবে যে, গল্পটা একটু অন্যরকম। যারা ভিন্নতা পছন্দ করেন তাদের গল্পটি ভালো লাগবে।’

তারিক আনাম খানের ভাষ্য, ‘এই সময়ের একটি গল্প এখানে অন্যরকম ভাবে উপস্থাপন করা হয়েছে। এ রকম এনার্জিটিক পরিচালক ও টিমের সঙ্গে কাজ করে বেশ ভালো লেগেছে। দর্শকের জন্য কনটেন্টটা উপভোগ্য হবে।’

বিলাসবহুল বাড়ি ও গাড়িসহ যেসব মূল্যবান সম্পদের মালিক শাহরুখ খান

নির্মাতা অনম বিশ্বাস বলেন, ‘ডিজিটাল সময়ের মানুষদের জন্য এমন একটা গল্প বলতে চেয়েছি, যেটা তাদের একটু হলেও ভাবাবে। পুরো শুটিংয়ের সময় এমন গরম আর রোদ ছিল যে ভাগ্য ভালো কেউ পালিয়ে যাননি। তার মানে হলো গল্পটা কেউ ছেড়ে যাননি, তারা সবাই গল্পের ভেতরেই ছিলেন।’ নির্মাতা জানান, ‘ভাইরাস’ খুব শিগগিরই প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।