বিনোদন ডেস্ক : নানা গুঞ্জনের পর আবারও নির্বাচনে নাম লিখিয়েছেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা দেব। গুঞ্জন আছে, মমতা ব্যানার্জীর বিশেষ অনুরোধে এবার নির্বাচনে লড়তে চলেছেন তিনি।
বৃহস্পতিবার (২ মে) ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নীল সাদা বেলুনে সুসজ্জিত হুডখোলা গাড়িতে চেপে এদিন তিনি মনোনয়ন পত্র জমা দিতে যান। সঙ্গে ছিলেন তার দলের অজস্র কর্মীরা।
মনোনয়নের সঙ্গে এদিন তাকে জমা দিতে হয়েছে মোট সম্পত্তির হিসাব। আর সেখান থেকেই জানা গেল এবার ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে যারা প্রার্থী হিসেবে লড়াই করছেন তাদের মধ্যে সবথেকে বিত্তশালী হলেন দেব।
দেব এদিন তার জমা দেওয়া খতিয়ানে জানিয়েছেন তিনি গত অর্থবর্ষ অর্থাৎ ২০২২-২৩ সালে ৪ কোটি ৯৯ লাখ ১৫ হাজার টাকা আয় করেছেন। অর্থাৎ এই অর্থ তার আয় করা ২০১২-২২ সালের করা আয়ের প্রায় দ্বিগুণ।
দেবের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে বলেও তিনি জানিয়েছেন। তিনি যখন মনোনয়ন জমা দেন তখন তার কাছে ক্যাশ অর্থ ছিল ২৬ হাজার ৭৫৮ টাকা। দেবের বিনিয়োগ করা অর্থের মোট পরিমাণ হল ১৫ কোটি ৪৮ লাখ ১৯ হাজার ৯৪৩ টাকা। এছাড়া দেবের কাছে যত হাতঘড়ি আছে সেগুলোর মোট মূল্য বা বাজার দর ১২ লাখ টাকার বেশি।
অভিনেতার একটিই গাড়ি আছে। আর সেই গাড়ির বর্তমান বাজার মূল্য হল ১ কোটি ১২ লাখ ৪০ হাজার টাকা। এছাড়াও তার কাছে প্রায় ৪৯ লাখ ১৮ হাজার ৫৬২ টাকার সোনা আছে। সঙ্গে আছে একাধিক ফ্ল্যাট। সেই ফ্ল্যাটগুলোর মোট মূল্য হল ১৯ কোটি ৯১ লাখ ১২ হাজার।
কেবল সঞ্চয় নয়, দেবের বিপুল পরিমাণ ঋণও আছে। তার মোট ২ কোটি ৮৬ লাখ ৩ হাজার ৯০৭ টাকার ঋণ আছে।
প্রসঙ্গত দেব গত দুই লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে বিজয়ী হন। এবার তিনি তার কঠিন প্রতিদ্বন্দ্বী হিরণকে হারিয়ে আবারও শেষ হাসি হাসতে পারেন কিনা সেটাই এখন দেখার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।