বিনোদন ডেস্ক : দর্শকমহল ব্যাপক কৌতূহল অভিনয় শিল্পীদের পারিশ্রমিক জানার। বলিউড কিংবা অন্যান্য ইন্ডাস্ট্রির তথ্য জানা গেলেও ঢালিউডে তার ব্যতিক্রম।
ঢালিউড অভিনেতারা ছবিপ্রতি কেউ নিচ্ছেন ৩-৫ লাখ, কেউ নিচ্ছেন ২০- ২৫ লাখ। পরিচালক ও প্রযোজকদের দেওয়া তথ্য থেকে সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে অনন্ত জলিল ও জাহেদ খান ছবিপ্রতি কত পারিশ্রমিক নিচ্ছেন।
জায়েদ খান
চলচ্চিত্রের নায়ক হওয়ার আশায় পিরোজপুর থেকে ঢাকাই আসেন জায়েদ খান। অভিনয়জীবন শুরু করেন ‘ভালোবাসা ভালোবাসা’ ছবির মাধ্যমে। ২০০৯ সালে মুক্তি পাওয়া দ্বিতীয় ছবি ‘কাজের মানুষ’-এ অভিনয়ের জন্য তার পারিশ্রমিক ধরা হয়েছিল এক থেকে দেড় লাখ টাকার মধ্যে। এই নায়কের মুক্তি পাওয়া সর্বশেষ চলচ্চিত্র ‘সোনার চর’। এ ছবিতে কাজের জন্য তিনি সাড়ে তিন লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন।
অনন্ত জলিল
‘খোঁজ–দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ঢালিউড চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিষেক হয় অনন্ত জলিলের। এই ছবিটি মুক্তি পায় ২০১০ সালে। গত ১৫ বছরে মাত্র আটটি চলচ্চিত্রে অভিনয় করেছেন অভিনেতা। গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে ছবিপ্রতি তার দর উঠেছে ৫০ থেকে ৬০ লাখ টাকা।
কিন্তু এক কোটি না হলে অন্য কারও ছবিতে অভিনয়ে রাজি হবেন না। সম্প্রতি ‘কিল হিম’ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবন্ধ হয়েছেন তিনি। এ ছবিতে তার পারিশ্রমিক ধরা হয়েছে ৪০ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।