নেটিজেনদের কটাক্ষের জবাব দিলেন অনুরাগের কন্যা

অনুরাগের কন্যা

বিনোদন ডেস্ক : ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা-অভিনেতা অনুরাগ কাশ‌্যপ। তার কন‌্যা আলিয়া কাশ‌্যপ। মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। ব্যক্তিগত জীবনে শেন গ্রেগোয়ারের সঙ্গে সম্পর্কে রয়েছেন। কয়েক বছর প্রেম করার পর লিভ-ইন করেন এই জুটি। সম্প্রতি বাগদান সেরেছেন তারা।

অনুরাগের কন্যা

বাগদানের ছবি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের অনেকে আলিয়া-শেনকে শুভেচ্ছা জানান। আলিয়ার বয়স এখন ২২। এ বয়সে বাগদান সারার কারণে অনেকে তাকে কটাক্ষ করে মন্তব্য করেন। এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন আলিয়া।

ইউটিউবার আলিয়া কাশ্যপ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার জন্য, এটাই জীবন। আমি যদি নিজেকে প্রস্তুত অনুভব করি, তবে প্রস্তুত। আমরা দুজনেই প্রস্তুত। আমরা অনেকদিন ধরে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। গত ৬ মাস ধরে আমরা একসঙ্গে থাকছি। আমাদের ৩ বছরের সম্পর্ক। আমি জানি, এই সম্পর্কে আমি খুব খুশি এবং সে আমার আত্মার সঙ্গী।’

নেটিজেনদের কটাক্ষের জবাবে আলিয়া বলেন, ‘অল্প বয়সে আমার বিয়ের সিদ্ধান্ত নিয়ে কিছু মানুষ যদি ঘৃণা ছড়ায়, তবে সত্যি কিছু করার নেই। আমি জানি আমাদের বয়স কম। কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করি না।’

২২ বছর বয়সে বিয়ের সিদ্ধান্ত একান্তই আলিয়ার। তা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি না, আপনার বয়স গুরুত্বপূর্ণ। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসল হলো আপনি মানসিকভাবে কতটা পরিপক্ক। স্পষ্টতই, বিয়ে একটি বড় সিদ্ধান্ত। আমি কোনো ২০ বছরের মেয়েকে বিয়ে করার পরামর্শ দেব না। এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ।’

ক্রিকেটারকে বিয়ের ব্যাপারে যা বললেন সারা

আগামী আগস্ট মাসে বাগদানের পার্টির আয়োজন করবেন আলিয়া শেন। দেড় থেকে ২ বছর পর তারা বিয়ে করতে চান বলেও জানান আলিয়া। অনুরাগ কাশ্যপ এবং তার প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে আলিয়া। বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন শেন গ্রেগোয়ার। আলিয়া একজন জনপ্রিয় ইউটিউবার। অন্যদিনে শেন তার নিজের ব্যবসা পরিচালনা করেন।