কটাক্ষের সাফ জবাব দিলেন ভূমি পেড়নেকর

ভূমি পেড়নেকর

বিনোদন ডেস্ক : বলিউডে যেসব অভিনেত্রী নিজেদের গণ্ডি ভেঙে একের পর এক ভিন্ন গল্পে কাজ করছেন তাদের মধ্যে একজন হলেন ভূমি পেড়নেকর। ক্যারিয়ারের শুরুতে অন্য অভিনেত্রীদের মতো আকর্ষণীয় গড়ন ছিল না তার।

ভূমি পেড়নেকর

তবে অভিনয়ে দক্ষতা দিয়ে এগিয়েছেন বহুদূর। পরবর্তী সময়ে নিজেকে চরিত্রের প্রয়োজনে ফিটও করেছেন। তবে তিনি ইন্ডাস্ট্রিতে টিকবেন না, অন্য অভিনেত্রীদের মতো সুন্দরও নন এবং তার প্রথম ছবিই হবে শেষ ছবি–এমনটা বারবার শুনতে হয়েছে ভূমিকে। এমনকি ভূমি কখনোই সফল অভিনেত্রীও হতে পারবেন না–এমনটা বলেও তাকে কটাক্ষ করা হয়েছে বহুবার।

তবে ভূমি ছিলেন সাহসী একজন অভিনেত্রী। দমে যাননি একটুও। কাজ করে গেছেন ভিন্ন ভিন্ন গল্পে। ইন্ডাস্ট্রিতে নিজের একক ছাপ ফেলেছেন তিনি। সামাজিক বার্তা আছে, এমন সিনেমায়ই তাকে বেশি দেখা যায়। ‘দম লাগাকে হেইসা’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘বাধাই দো’ সিনেমাগুলো ভূমির ক্যারিয়ারের চিত্রটাই বদলে দিয়েছে।

সম্প্রতি এক ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ভূমি তাকে কটাক্ষ করার প্রসঙ্গে লেখেন, ‘আমি অন্য অভিনেত্রীদের মতো সুন্দর নই, আর আমার প্রথম ডেব্যু সিনেমাটিই হবে আমার শেষ ছবি, যেহেতু সেখানে আমি একজন মোটা মানুষের চরিত্রে অভিনয় করেছি। এমনটা শুনেছি অনেকবার।

এমনকি আমার ইন্ডাস্ট্রিতে টিকে থাকারও সুযোগ নেই বলে আমাকে কটাক্ষ করা হয়েছে। তবে আমি চেয়েছি প্রচলিত ছক ভাঙতে, নারীদের যে আটকে রাখার মানসিকতা সেটা পরিবর্তন করতে চেয়েছি শুরু থেকেই। অন্য নারীদেরও আমি সেটাই করতে বলব।’

ভূমি যে একজন জাত অভিনেতা তারই প্রমাণ দিয়েছেন তিনি। প্রচলিত সিনেমার ধারা ভেঙে ভিন্ন ধাঁচের সিনেমায় কাজ করেন ভূমি। ২০১৫ সালে ‘দম লাগাকে হাইশা’ দিয়ে অভিনয় শুরু করেন তিনি।

সন্তানকে ৭টি গুণ ছোটবেলা থেকেই শেখাতে হবে

এরপর ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘বাধাই দো’র মতো ভিন্নধর্মী ছবিতে অভিনয় করে নিজের জাত চেনান। ‘বাধাই দো’ ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ফিল্মফেয়ারে সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন ভূমি।