রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক—টলিউডে এই নামেই তিনি পরিচিত। এই নামেই পেয়েছেন জনপ্রিয়তা, সাফল্য ও দর্শকের ভালোবাসা। কিন্তু জানলে অনেকেই অবাক হবেন, কোয়েল মল্লিক আসলে তার জন্মনাম নয়।

বলিউড বা টলিউড—দুই ইন্ডাস্ট্রিতেই এমন বহু অভিনেত্রী আছেন, যারা অভিনয়ে আসার আগে নিজের নাম বদলেছেন।
তাহলে কি কোয়েলের ক্ষেত্রেও তেমনটাই ঘটেছে? বিশেষ কোনো কারণে কি নাম পাল্টেছিলেন তিনি?
না, এর পেছনে রয়েছে এক মজার ঘটনা—আর সেই ঘটনায় জড়িয়ে আছেন এক পরিচালক। সম্প্রতি বর্তমান ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল নিজেই জানান এই কথা।
তিনি বলেন, “আমার প্রথম সিনেমা ছিল ‘নাটের গুরু’, যার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। হরকাকু আমার আসল নাম জানতেন না।
কোয়েল নামটা যেহেতু সাধারণত ডাকনাম হিসেবে ব্যবহার করা হয় না, তাই তিনি ভেবেছিলেন এটাই আমার আসল নাম।”
কোয়েল আরো বলেন, ‘আমাকে না জিজ্ঞাসা করেই তিনি সিনেমায় আমার নাম কোয়েল দিয়েছিলেন। তার পর থেকেই এই নামটাই থেকে গেছে। কিন্তু আমার আসল নাম রুক্মিণী মল্লিক।
স্কুলের সব নথিতেই এই নামটাই ছিল।’
অর্থাৎ, হিসাব অনুযায়ী যদি শুরুতেই তার আসল নাম ব্যবহার হতো, তাহলে আজ ইন্ডাস্ট্রিতে দুজন রুক্মিণী অভিনয় করতেন। কিন্তু পরিচালকের সেই ‘ভুল’ এর কারণেই তা হয়নি।
আর অনেকের মতে, সেটাই হয়তো ভালোর জন্যই হয়েছে। নইলে রুক্মিণী মৈত্রকে হয়তো একদিন নিজের নাম বদলানোর কথা ভাবতে হতো।
প্রসঙ্গত, বর্তমানে কোয়েল অভিনীত ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ ছবিটি বড় পর্দায় ভালোই সাড়া ফেলেছে। তার আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে কামব্যাক করেছেন অভিনেত্রী। আগামী দিনে খুব সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতেও দেখা যেতে পারে তাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


