আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরে দুর্ঘটনার কবলে পড়ে তেলবাহী ২ রুশ জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এক ক্রু-এর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ দুটিতে ২৯ জন ক্রু ছিলেন। রবিবার (১৫ ডিসেম্বর) রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।
মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে বিভক্তকারী কের্চ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন।
টেলিগ্রামে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিস প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দু’ভাগে বিভক্ত হয়ে ডুবে যাচ্ছে। পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিল।
এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।
সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২৬
একটি বিবৃতিতে রাশিয়ার ফেডারেল সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এজেন্সি রোসমরেচফ্লট বলেছে, ‘আজ কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে ভলগোনেফট-২১২ ও ভলগোনেফট-২৩৯ নামের দুটি ট্যাংকার ডুবে গেছে। জাহাজগুলোতে যথাক্রমে ১৫ ও ১৪ জন কর্মী ছিলেন। দুর্ঘটনার কারণে তেল পানিতে ছড়িয়ে পড়েছে।’
প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা প্রায় চার হাজার ২০০ টন তেল বলে জানিয়েছে রয়টার্স। তবে কী পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে তা এখনও পরিষ্কার নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।