আন্তর্জাতিক ডেস্ক : সরকারে ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার ভারতের সাধারণ মানুষের জন্য নানারকম নতুন নতুন প্রকল্প নিয়ে এসেছে। কেন্দ্রীয় সরকারের এই সমস্ত উচ্চবিলাসী প্রকল্পের মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিম।
বিশেষত ক্ষুদ্র কৃষকদের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার কৃষকদের আয় বাড়াতে এই স্কিম এনেছে। এতে কি কি সুবিধা পাওয়া যাবে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
এই নতুন প্রধানমন্ত্রী কিষান এফপিও স্কিমের অধীনে সরকার নতুন কৃষি ব্যবসা শুরু করার জন্য সারা দেশে কৃষকদের ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে। এই স্কিমের মূল উদ্দেশ্য হল কৃষকদের স্বনির্ভর করা।
তাঁদের আর্থিক সংকট থেকে মুক্তি দিয়ে জীবনের নতুন দিশা দেখানো। তবে পিএম কিষানের সুবিধাভোগীরাই FPO প্রকল্পের সুবিধা পাবেন। এর মাধ্যমে কৃষকরা কৃষি সংক্রান্ত যন্ত্রপাতি বা ওষুধ, সার ও বীজের মতো জিনিস কিনে নিজেদের মত কৃষি সংক্রান্ত ব্যবসা করতে পারবেন। কি করে পাওয়া যাবে এই FPO প্রকল্পের সুবিধা?
আপনাদের জানিয়ে রাখি এই FPO স্কিমের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের একটি সংস্থা বা কোম্পানি তৈরি করতে হবে। সেই কোম্পানিতে কমপক্ষে ১১ জন কৃষক থাকতে হবে।
এতে আবেদন করতে প্রথমে জাতীয় কৃষি বাজারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই-এনএএম www.enam.gov.in-এ যেতে হবে। কৃষক চাইলে অনলাইনে এটি আবেদন করা যেতে পারে বা ই-মিত্র সেন্টার বা পাবলিক সার্ভিস সেন্টারের সাহায্যও নেওয়া যেতে পারে। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার 2023-24 সালের মধ্যে ১০ হাজার FPO গঠনের লক্ষমাত্রা নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।