বিনোদন ডেস্ক : ‘মিমি’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য এ বছর আইফা অ্যাওয়ার্ড পেয়েছেন কৃতি শ্যানন। তার হাতে পুরস্কার তুলে দেন ঐশ্বরিয়া রাই। ‘সর্দার উদম’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভিকি কৌশল।
সেরা ছবি নির্বাচিত হয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ‘শেরশাহ’। একই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন বিষ্ণু বর্ধন।
সেরা নবাগত ক্যটাগরিতে পুরস্কার জিতেছেন আহান শেঠি (তাড়াপ) ও শর্বরী বাগ (বান্টি অর বাবলি টু)। সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন কাউসার মুনির (এইটি থ্রি ছবির ‘লেহরা দো’ গানের জন্য)
সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘মিমি’ ছবির সাই তামহাঙ্কার ও ‘লুডু’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন পঙ্কজ ত্রিপাঠি।
‘রাতে লাম্বিয়া’ গানের জন্য সেরা গায়ক ও গায়িকার পুরস্কার পেয়েছেন জুবিন নাটিয়াল ও আসিস কৌর। সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে অনুরাগ বসু ‘লুডু’। সেরা অভিযোজিত চিত্রনাট্য ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে কবির খানের ‘এইটি থ্রি’।
নিরাপদ শারীরিক সম্পর্কের জন্য নারীদের যে পরামর্শ দিলেন নুসরাত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।