স্পোর্টস ডেস্ক : ইয়াজমিনে পাওলিনির স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হলেন বারবোরা ক্রেইচিকোভা। শনিবার সেন্টার কোর্টে নারী এককের শিরোপা লড়াইয়ে এক ঘণ্টা ৫৬ মিনিট স্থায়ী ফাইনালে ৬-২, ২-৬, ৬-৪ গেমে জয় তুলে নেন ৩১তম বাছাই ক্রেইচিকোভা।
এর আগে তিন বছর আগে ক্যারিয়ারে প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই বাজিমাত করেছিলেন ক্রেইচিকোভা; জিতেছিলেন ফরাসি ওপেনের শিরোপা। মাঝে আর কোনো মেজরের ফাইনালে উঠতে পারেননি চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। এবার ফের ফাইনালে উঠে শিরোপার দেখা পেলেন।
তবে পাওলিনির হতাশায় শেষ হলো। গত মাসে ফরাসি ওপেনের ফাইনালে র্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা ইগা শিয়াওতেকের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেননি তিনি।
জয়ের পর ক্রেইচিকোভা বলেন, ‘(অনুভূতি প্রকাশে) এই মুহূর্তে কোনো ভাষা পাচ্ছি না, এককথায় অবিশ্বাস্য। অবশ্যই এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন এবং আমার জীবনেরও সেরা দিন। এই মুহূর্তে আমি কী অনুভব করছি, তা প্রকাশ করাটা আমার জন্য খুব কঠিন। আমি ইয়াজমিনে ও তার দলকে অভিনন্দন জানাতে চাই, দারুণ দুটি সপ্তাহ কাটিয়েছে সে। দারুণ একটি ফাইনাল হলো, প্রতিটি পয়েন্টের জন্য আমরা লড়াই করলাম…শেষে আমি হলাম ভাগ্যবান।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।