বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অস্ট্রিয়ান বাইক কোম্পানির তৈরি KTM বাইকগুলো মূলত তরুণ প্রজন্মের মধ্যে খুবই পছন্দের একটি বাইক। কারণ বাইকগুলোর স্পিড, স্টাইল ও অ্যাডভেঞ্চার ফিল সব একসাথে পাওয়া যায় বলে।
তাছাড়া বাইকটি অফ-রোড বাইক সেগমেন্টে বিশেষভাবে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে Kawasaki KLX230 কে চাপে ফেলতে বাজারে আনছে নতুন KTM 390 Enduro R বাইক।
চলুন জেনে নেওয়া যাক KTM 390 Enduro R বাইকটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে :
উপ-মহাদেশের বাজারে চলতে মাসের ১১ এপ্রিল KTM তাদের নতুন বাইক 390 Enduro R লঞ্চ করবে।এটি একটি অফ-রোড ফোকাসড বাইক। যাতে থাকবে একটি 399 সিসি লিকুইড-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা 46এইচপি পাওয়ার এবং 39এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ডিজাইন ও ফিচার অনেকটাই 390 অ্যাডভেঞ্চার বাইকের মতো।
এদিকে কেটিএম 390 এন্ডুরো আর বাইকে অ্যাডভেঞ্চারের মতো 240mm রিয়ার ব্রেক ডিস্কের সাথে একটি ছোট 285mm ফ্রন্ট ডিস্ক ব্রেক থাকবে। স্পেক 390 এন্ডুরো আর-এর জন্য বাজাজ একই সাসপেনশন ইউনিট ব্যবহার করা হয়েছে যা 390 অ্যাডভেঞ্চারে দেখা গেছে। এর মানে হল যে আপনি 200mm/205mm (F/R) সাসপেনশন ট্রাভেল পাবেন। যার ফলে 390 এন্ডুরো আর-এর সিটের উচ্চতা 860mm হবে।
বাইকটিতে সামনে 285mm ডিস্ক ব্রেক আর পেছনে 240mm ডিস্ক ব্রেক থাকবে। এর সাসপেনশন সামনে ও পেছনে যথাক্রমে 200mm ও 205mm সাসপেনশন ট্রাভেল পাওয়া যাবে। সিটের উচ্চতা হবে 860mm, যা গ্লোবাল মডেলের 890mm থেকে একটু কম।
বাইকটি গ্লোবাল মার্কেটে বিক্রি হওয়া মডেলের 890 মিমি উচ্চতার সিটের থেকে কিছুটা কম। যার কারণে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্সও 272 মিমি থেকে কমে 253 মিমি হবে। এতে ছোট TFT ডিসপ্লে এবং 9 লিটার জ্বালানি ট্যাংক থাকবে। আর বাইকটির ওজন হবে 177 কেজি, যা 390 Adventure মডেলের তুলনায় ৫-৬ কেজি হালকা।
390 Enduro R-এর দাম 390 Adventure X আর 390 Adventure এর কাছাকাছি থাকবে। এই দামে, একমাত্র প্রতিযোগী হল কাওয়াসাকি KLX230, যা 390 Enduro R থেকে তুলনামূলক হালকা এবং কম পাওয়ারফুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।