বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কেটিএম নতুন সুপারমটো বাইক আনছে। যার মডেল কেটিএম ৩৯০ এসএমসি আর। এটি একটি নতুন সেগমেন্ট তৈরি করবে এবং ভারতের রাইডারদের জন্য সুপারমটো রাইডিং অভিজ্ঞতা নিয়ে আসবে।
এই বাইকের ওজন ৩৯০ ডিউকের চেয়ে প্রায় ১১ কেজি কম, অর্থাৎ এটি মাত্র ১৫৪ কেজি। এতে ৯ লিটারের একটি কমপ্যাক্ট ফুয়েল ট্যাঙ্ক এবং একটি সিঙ্গেল পিস সিট ডিজাইন রয়েছে, যা বাইকের আরগোনমিক্স আরও উন্নত করবে। হ্যান্ডেলবার, মিরর এবং লাইটের মতো কিছু অংশ ৩৯০ ডিউকের সঙ্গে অভিন্ন।
কেটিএম ৩৯০ এসএমসি আর মডেলের সামনে ডব্লিউপি ইউএসডি ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যা ২৩০ মিমি ট্রাভেল প্রদান করে। বিশেষ বিষয় হল, এই সাসপেনশন সম্পূর্ণরূপে কম্প্রেশন এবং রিবাউন্ডের জন্য অ্যাডজাস্টেবল।
পেছনের মোনোশক সাসপেনশনও প্রিলোড এবং রিবাউন্ড অ্যাডজাস্টমেন্টের সুযোগ দেয়। ব্রেকিং সিস্টেমে ৩৯০ ডিউকের মতোই ডিস্ক ব্রেক সেটআপ ব্যবহার করা হয়েছে, যা দারুণ ব্রেকিং পারফরম্যান্স নিশ্চিত করবে। তাছাড়া, বাইকটিতে সুইচেবল রিয়ার এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম) দেওয়া হয়েছে, যা সুপারমটো রাইডিংয়ের জন্য অত্যন্ত কার্যকরী।
বাইকটিতে ১৭ ইঞ্চি চাকা ব্যবহার করেছে, এবং এতে মিসিলিন পাওয়ার ৬ টায়ার দেওয়া হয়েছে, যা রোড গ্রিপ উন্নত করবে। এর পাশাপাশি ৪.২ ইঞ্চির টিএফটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যেখানে তিনটি রাইডিং মোড সিলেক্ট করা যাবে। মোটরসাইকেলটি ভারতে আনুমানিক ৩.৫ লক্ষ থেকে ৩.৬ লক্ষ রুপি মূল্যে লঞ্চ হতে পারে। এটি সুপারমটো বাইক সেগমেন্টে নতুন দিগন্ত খুলে দেবে, যেখানে বর্তমানে কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী নেই। তবে, দাম এবং পারফরম্যান্সের ভিত্তিতে এটি কিছু এডিভি এবং নেকেড বাইকের প্রতিদ্বন্দ্বী হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।