বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে 2024 KTM 390 Duke। দারুণ গ্রাফিক্স, পারফরম্যান্স এবং ঠাসা ফিচার্স নিয়ে হাজির হয়েছে এই মোটরসাইকেল। তবে ভারতীয় বাজারে শুধু কেটিএম ডিউক নয়, 2023 সালে লঞ্চ হয়েছে বেশ কয়েকটি নতুন মোটরসাইকেল। যার মধ্যে অন্যতম – TVS Apache RTR 310 এবং Triumph Speed 400।
রূপে-গুণে এই তিন মোটরসাইকেলই দুরন্ত, প্রিমিয়াম সেগমেন্টে এমন মোটরবাইকে নজর কেড়েছে বহু মানুষের। আসন্ন উৎসব মরশুমে অনেকেরই পরিকল্পনা নতুন বাইক কেনার। আপনার বিবেচনাতেও যদি নতুন বাইকে থাকে বা ভবিষ্যতে কিনতে চান তাহলে এই তিনটি বাইকের দাম ও পারফরম্যান্সে জেনে নিন।
2024 KTM 390 Duke
এই বাইকের দাম রাখা হয়েছে 3.11 লাখ টাকা (এক্স-শোরুম)
399 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 45.4 হর্সপাওয়ার এবং 37 এনএম টর্ক তৈরি করে
সঙ্গে 6 স্পিড গিয়ারবক্স
রয়েছে 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি
বাইকের সিটের উচ্চতা 800 মিলিমিটার এবং কার্ব ওয়েট 168 কেজি
বাইকে পাবেন সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং ব্লুটুথ কানেক্টিভিটি
ব্রেকিং দু চাকাতেই ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম
TVS Apache RTR 310
টিভিএসও এই মোটরবাইক সম্প্রতি লঞ্চ করেছে। এতে রয়েছে 312 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা 35.1 হর্সপাওয়ার এবং 28.7 এনএম টর্ক তৈরি করে
সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স
বাইকের ফুয়েল ক্যাপাসিটি 15 লিটার
সিটের উচ্চতা এবং কার্ব ওয়েট 800 মিলিমিটার ও 169 কেজি
এতেও রয়েছে TFT স্ক্রিন, ক্রূজ কন্ট্রল এবং স্মার্টফোন কানেক্টিভিটি
বাইকের দু চাকাতেই ডিস্ক ব্রেক ও ডুয়াল চ্যানেল এবিএস পাবেন
Triumph Speed 400
বাজাজের সঙ্গে হাত মিলিয়ে এ বছরই বাইকটি বাজারে এনেছে ট্রায়াম্ফ।
এতে রয়েছে 398 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা 39.5 হর্সপাওয়ার শক্তি এবং 37.5 এনএম টর্ক তৈরি করে
সঙ্গে পাবেন 6 স্পিড গিয়ারবক্স
বাইকের ফুয়েল ক্যাপাসিটি 13 লিটার
সিটের উচ্চতা এবং ওজন 790 মিলিমিটার এবং 176 কেজি
এতেও মিলবে ডুয়াল চ্যানেল এবিএস এবং দু চাকাতেই ডিস্ক ব্রেক
বাইকে মজুত ডিজিটাল ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি
উপরোক্ত 3 মোটরবাইকই ফিচার্স এবং পারফরম্যান্সের নিরিখে দুরন্ত তা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি যে টিভিএস অ্যাপাচি আরটিআর লঞ্চ হয়েছে তাতে এই দুই বাইকের থেকে বেশ কিছু অতিরিক্ত ফিচার্স রয়েছে যা রাইডারদের কাজ আরও সহজ করে তুলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।