বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : বাজারে নতুন তিনটি মডেলের ডিউক মোটরসাইকেল আনছে কেটিএম। এই ডিউক বাইক তৈরি করবে বাজাজ।
কেটিএম-এর আসন্ন মোটরবাইকগুলো হল- কেটিএম ১২৫ ডিউক, ২৫০ ডিউক এবং ৩৯০ ডিউক।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন মোটরসাইকেলের টিজার প্রকাশ করেছে কেটিএম।
নতুন ডিউক মোটরসাইকেলে থাকবে সেগমেন্ট ফার্স্ট ফিচার্স যেমন কর্নারিং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং রাইডিং মোড। যদিও এগুলি নতুন ফিচার্স নয়, বর্তমানে কেটিএম-এর বাইকগুলিতে এই সুবিধা পাওয়া যায়।
পারফরম্যান্সের ক্ষেত্রে ৩৯০ ডিউকে পাবেন ৩৯৯ সিসি লিকুইড-কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৩ হর্সপাওয়ার উৎপন্ন করতে পারবে। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স।
এই বাইকের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। তিনটি রাইডিং মোড – স্ট্রিট, রেইন এবং ট্র্যাক মিলবে বাইকে।
এছাড়া থাকছে ৫ ইঞ্চি টিএফটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, স্মার্টফোন কানেক্টিভিটি, টার্ন-বাই-টার্ন-নেভিগেশন এবং ব্লুটুথ কানেক্টিভিট ও মিউজিক কন্ট্রোল।
যদিও মোটরবাইকের পূর্ণাঙ্গ দাম এখনও প্রকাশ করেনি কেটিএম। বাকি যে দুটি বাইকে রয়েছে অর্থাৎ ১২৫ ডিউক এবং ২৫০ ডিউক তার দামও দ্রুত প্রকাশ হতে পারে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।