জুমবাংলা ডেস্ক : কুয়াশায় নিরাপদে গাড়ি চালানোর বিষয়ে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বিআরটিএ। শনিবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে গাড়ি চালক ও মালিকদের সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।
এসময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম, বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী, মেট্রো সার্কেল-২-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) ওমর ফারুক, জেলার সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি উপস্থিত ছিলেন।
এসময় বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মাসুদ আলম বলেন, বর্তমান সময়ে ঘন কুয়াশা বেশি থাকায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। এতে সাধারণ মানুষের জান-মালের ক্ষতি হচ্ছে। তাই সড়ক-মহাসড়কে চলাচলকারী সকল পণ্যবাহী গাড়ি ও যাত্রীবাহী গাড়িকে এই ঘন কুয়াশায় সতর্কতার সঙ্গে ধীরে গাড়ি চালানোর আহ্বান জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।