আমেরিকার জনপ্রিয় সোশাল নিউজ মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে একটি কুকুর নিয়ে চিত্র বিভ্রাটযুক্ত ছবি পোস্ট দেওয়া হয়। দেখে মনে হয়েছে কুকুরটিকে শি রঃচ্ছেদ করা হয়েছে। কুকুরের মাথা তার দেহ থেকে আলাদা মনে হয়েছে। নাথান শিবার্স নামক এক ব্যক্তি এটি রেডিট এ পোস্ট করেন।
অনেকেই ভেবেছিলেন এই ছবি ফটোশপে তৈরি করা হয়েছে। কারণ বাস্তবে শিরঃচ্ছেদ করা হয়েছে কিন্তু বেঁচে আছে এ ধরনের কুকুর এর অস্তিত্ব সম্ভব নয়। তবে বাস্তবেই এই ছবি ফটোশপে তৈরি করা হয়নি। বাস্তবে কুকুরটি দেয়ালের ধারে মাথা নিচু করে আছে।
কুকুরটির দেহ দেখা যায় না বলে এটিকে ফটোশপে তৈরি করা হয়েছে বলে মনে হয়। আসলে ছবিটি নিখুঁতভাবে এমন কৌণিক অবস্থান থেকে তোলা হয়েছে যে মনে হচ্ছে দেহ মাথা থেকে বিচ্ছিন্ন। রেডিটে ছবিটি যথেষ্ট জনপ্রিয়তা পায়। ৫২ হাজার আপভোট অর্জন করতে সক্ষম হয় ও ৫০০ এর বেশি কমেন্ট করে আগ্রহীরা।
এক ব্যবহারকারী কমেন্টে জানান, ” আমাকে একই কুকুরের আরেকটি ছবি দাও যাতে আপনি ভেরিফাই করতে পারি। ” অন্য একজন জানান, ” আসলে কুকুরটি দেয়ালের এক প্রান্তে বিশ্রাম নিচ্ছে। এজন্য দেহ মাথা থেকে আলাদা মনে হচ্ছে। ”
সিভার্স বলেন, সত্যিকার অর্থে ছবিটি অত্যন্ত নিখুঁতভাবে তোলা হয়েছে। আমি এর আগে আমার এক বন্ধুর সাথে hang out এ বের হয়েছিলাম। তখন সে দেয়ালের এক কিনারায় মাথা ঠেকিয়ে বিশ্রাম নিচ্ছিলো। আমার কাছেও মনে হচ্ছিলো তার মাথা দেহ থেকে আলাদা।
পরবর্তী সময়ে পোস্টদাতা আরও একটি ছবি শেয়ার করে সবার সাথে যেখানে কুকুরের পুরো দেহের ছবি দেখতে পাওয়া যায়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় কুকুরটি জীবিত আছে ও তাকে শিরঃচ্ছেদ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।