১৪ বছর পর ফাইনালে রাজস্থান, সাফল্যের গোপন রহস্য ফাঁস করলেন হেডকোচ সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ সময়ের অপেক্ষা। দীর্ঘ ১৪ বছর পর আবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে রাজস্থান রয়েলস। রাজস্থান রয়্যালসের এই সাফল্যের নেপথ্যে রয়েছে শ্রীলঙ্কার দুই প্রাক্তন খেলোয়াড়ের ক্রিকেট মস্তিষ্ক। কুমার সঙ্গকারা এবং লাসিথ মালিঙ্গা। মূলত দলের প্রধান কোচ সঙ্গকারার হাত ধরেই ১৪ বছর পর আবার আইপিএলের ফাইনালে পৌঁছেছে রাজস্থান রয়েলস।

কিন্তু কী ভাবে এত দূর পৌঁছনো সম্ভব হল? কিভাবে এত বছর পর ফের ফাইনালে উঠলো রাজস্থান? এর জবাব অবশ্য খুবই সোজা ভাবেই দিয়েছে রাজস্থান রয়েলসের হেডকোচ কুমার সাঙ্গাকারা।

সাঙ্গাকারা বলেছেন, ‘‘নিলামে আমাদের কাছে যে টাকা ছিল তার ৯০ থেকে ৯৫ শতাংশই খরচ করেছিলাম পরিকল্পনা মতো প্রথম একাদশের ক্রিকেটারদের নিতে। সেদিন টেবিলেই ঠিক করে নিয়েছিলাম মোটামুটি প্রথম একাদশ কী হবে। কাদের দলে নেওয়া হবে তা ঠিক করতে আমরা পরিসংখ্যান, তথ্য নিয়ে প্রচুর কাজ করেছি। অভিজ্ঞতা, তারুণ্যের ভারসাম্য রাখার চেষ্টা করেছি। দলে এমন কিছু তরুণ রয়েছে, যারা আগামী দিনের তারকা। কিন্তু আমাদের প্রথম একাদশও শক্তিশালী।”

ছুটি কাটাতে দুবাই যাচ্ছেন তামিম