জুমবাংলা ডেস্ক : আস্ত কুমিরের গলা চেপে ধরল মস্ত এক অ্যানাকোন্ডা। আর সেই রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। হলুদ অ্যানাকোন্ডার হাত থেকে কোন ভাবেই মুক্তি মিলছে না প্রকাণ্ড কুমিরের। এমন ভাবে কুমিরের গলা পেঁচিয়ে ধরে রেখেছে অ্যানাকোন্ডাটি যে শ্বাস নেওয়ারও জো নেই।
মাঝে মধ্যেই হাঁ করে শ্বাস নিতে দেখা গিয়েছে কুমিরটিকে। অ্যানাকোন্ডার হাত থেকে রেহাই পেতে মাঝে মধ্যেই জলে ডুব দিচ্ছে কুমিরটি। কিন্তু জল থেকে মাথা তুলতেই সেটি বুঝতে পারে সে তখন ও অ্যানাকোন্ডার খপ্পর থেকে বের হতে পারেনি। দুই বন্য সরীসৃপের এমন ভয়ঙ্কর ভিডিও দেখে চমকে উঠেছেন নেটিজেনরা।
রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতবে কে? আদৈও কী কুমিরটি পারবে অ্যানাকোন্ডার কবল থেকে নিজেকে মুক্ত করতে এমনই নানা প্রশ্নের ভিড় তখন নেটিজেনদের মাথায়। এর মাঝেই জলে ডুব কুমিরের। অনেকটা সময় জলের নিচে ঘাপটি মেরে থাকাতেই বাজিমাত। অ্যানাকোন্ডাটি কুমিরের গলা ছেড়ে সোজা ঢুকে গেছে গর্তে। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে ঘটনাটি গত বছর সেপ্টেম্বরের।
এখন সেই ভিডিও দাবানলের মতই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। এমন হাড় হিম করা দৃশ্য ৪০ মিনিট ধরে ক্যামেরাবন্দী করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলা। এমন এক বিরল দৃশ্যের সাক্ষী থেকে ওই মহিলা জানিয়েছেন এ এক দুর্লভ দৃশ্য।
প্রায় ৪০ মিনিট ধরে চলে তুমুল লড়াই। শেষে কুমিরটি অ্যানাকোন্ডার কবল থেকে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। ভিডিও ভাইরাল হতেই সেটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। উপভোগ করেছেন বিরল এক লড়াইয়ের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।