কুড়িগ্রামের প্রায় ৬০ হাজার মানুষ পানিবন্দী

পানিবন্দী

জুমবাংলা ডেস্ক : বিপদসীসমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ধরলা ও দুধকুমারের পানি। অন্যদিকে ব্রহ্মপুত্র তিস্তার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানিবন্দী

এতে প্লাবিত হয়ে পড়েছে জেলার নিম্নাঞ্চলসহ চরাঞ্চলেগুলো। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০ হাজার মানুষ। অনেক চরাঞ্চলের ঘর বাড়ি ও নিচু এলাকার কাঁচা-পাকা সড়ক তলিয়ে থাকায় দুর্ভোগ বেড়েছে এসব এলাকার মানুষের।

হরিয়ানভি গানে উদ্দাম ড্যান্স দিয়ে মঞ্চ কাঁপালেন মুসকান বেবি, ভাইরাল ভিডিও

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, কুড়িগ্রামের নদনদীর পানি বৃদ্ধি পর বর্তমানে কিছুটা স্থিতিশীল অবস্থায় থাকলেও এখনও দুধকুমার ও ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ২-১ দিনের মধ্যে ধরলা, দুধকুমারের পানি কমতে শুরু করলেও ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের।