জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে টহলরত অবস্থায় মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) গ্রামের বাড়িতে চলছে মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে ৬ মাস বয়সী কন্যা সন্তানের ভবিষ্যত।
মাহবুব আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। মাহবুব লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
বুধবার (১২ জুলাই) সকালে মাহবুবের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বার বার মুর্ছা যাচ্ছেন মা মোহছেনা বেগম। ৬ মাসের শিশুকে বুকে জড়িয়ে নির্বাক স্ত্রী মাজেদা বেগম। মাহবুবের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করেছেন স্বজন ও প্রতিবেশীরা।
এর আগে, মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারীকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিজিবি সদস্য মাহবুব।
মাহবুবের বাবা আব্দুল গফুর বলেন, তিন ভাই বোনের মধ্যে সবার বড় মাহবুব। বিজিবিতে যোগদানের পর আমার অস্বচ্ছল পরিবারের হাল ধরেছিলো সে। সেই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম। আজকে আমি সব হারিয়ে ফেললাম।
১৬৭ দেশ ভ্রমণের রেকর্ড গড়লেন লক্ষ্মীপুরের মেয়ে নাজমুন নাহার
হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, বিজিবি সদস্যে মাহবুবের অকাল প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে আমরা শোকাহত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।