আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে আগামী মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, প্রায় এক মাস ধরে বন্ধ থাকা বিমানবন্দরটি পুনরায় কার্যক্রম শুরু করতে প্রস্তুত।
গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের সরকারের পতনের পর থেকে দামেস্ক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত ছিল। তবে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় বিমানবন্দরটি আবারও আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার সিরিয়ার সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল সালিবি এক বিবৃতিতে বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী মঙ্গলবার থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। আমরা আরব এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোকেও আশ্বস্ত করতে চাই যে, আলেপ্পো এবং দামেস্ক বিমানবন্দরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, গত ১৮ ডিসেম্বর দামেস্ক বিমানবন্দর থেকে একটি পরীক্ষামূলক ফ্লাইট চালানো হয়। এই ফ্লাইটটি রাজধানী দামেস্ক থেকে উত্তরাঞ্চলের শহর আলেপ্পোতে উড়ে যায়। এটিই ছিল বাশার আল আসাদের শাসন পতনের পর বিমানবন্দরের প্রথম ফ্লাইট। এরপর থেকে ত্রাণবাহী বিমান এবং কূটনৈতিক মিশনের ফ্লাইটগুলো সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে।
দামেস্ক বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর খবরে কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে, তারা ৭ জানুয়ারি ২০২৫ থেকে দামেস্কে ফ্লাইট পরিচালনা শুরু করবে। কাতার এয়ারওয়েজের মুখপাত্র জানিয়েছেন, আমরা সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি। দীর্ঘ ১৩ বছর পর সিরিয়ার রাজধানীতে আমাদের বিমান চলাচল আবার শুরু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
সিরিয়ার বিমানবন্দর চালু হওয়ার মধ্য দিয়ে ত্রাণ কার্যক্রমে আরও গতি এসেছে। শনিবার মিশরের একটি ত্রাণবাহী বিমান দামেস্ক বিমানবন্দরে অবতরণ করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি প্রায় ১৫ টন ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে।
ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধকালীন সময়ে অবকাঠামোগত ক্ষতির পর এই বিমানবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হওয়া দেশটির জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনীতি ও মানবিক সহায়তা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।