আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের ভিজিট ভিসা চালু হওয়ার পর এবার এর ব্যবহার নিয়ে কঠোর হয়েছে দেশটির সরকার। বলা হয়েছে ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কেউ অতিরিক্ত সময় অবস্থান করলে সে ব্যক্তি ও স্পনসরকে কুয়েত থেকে বিতারিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি সালেম আল নাওয়াফ এ বিষয়ে নতুন করে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।
এর আগে ফেব্রুয়ারীর শুরুর দিকে নতুন শর্তের আওতায় আবারও পারিবারিক, বাণিজ্যিক এবং পর্যটনকেন্দ্রীক ভিজিট ভিসা চালু করে কুয়েত। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফ আল সাবাহ’র নির্দেশ অনুসারে ভিজিট ভিসা চালুর এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভিজিট ভিসা পেতে আগ্রহী আবেদনকারীদের অবশ্যই মাত্তা প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে। এরমধ্যে কমপক্ষে ৪০০ কুয়েতি দিনার উপার্জন করেন এমন প্রবাসীরা তাদের বাবা-মা, স্ত্রী এবং সন্তানদের জন্য ফ্যামিলি ভিজিট ভিসার আবেদন করতে পারবেন।
অন্য আত্মীয়দের ক্ষেত্রে এই উপার্জন হতে হবে কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার। বাণিজ্যিক ভিজিট ভিসার ক্ষেত্রে কুয়েতি কোম্পানি এবং প্রতিষ্ঠানের অনুরোধ অনুযায়ী সঠিক একাডেমিক বা শৈল্পিক যোগ্যতা আছে এমন ব্যক্তিরা সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।