স্পোর্টস ডেস্ক: মৌসুম শেষদিকে যখন দলবদলের আমেজটা শুরু হবে ঠিক তখনই যেন এটা শেষ হয়ে গেলেও কিলিয়ান এমবাপ্পের রিয়াল মাদ্রিদ যোগদানের গুঞ্জন নিয়ে কতই না উত্তেজনা ছিল। কিন্তু ইউটার্ন নিয়ে সব উত্তেজনা জল ঢেলে দেন এমবাপ্পে নিজেই। অর্থনৈতিক ও রাজনৈতিক চাপে পড়ে স্বপ্নের ক্লাবে খেলার বদলে পিএসজির সঙ্গেই নতুন চুক্তি করেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড।
এমবাপ্পের এমন রূপ দেখে রীতিমতো হতভম্বিত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এই এমবাপ্পেকে যে তিনি চেনেনই না। যেই এমবাপ্পে রিয়ালে খেলার জন্য মুখিয়ে ছিল তার সঙ্গে এর কোনো মিল নেই। নতুন চুক্তির পর পিএসজিতে এখন এমবাপ্পের প্রভাবই সবচেয়ে বেশি। রিয়ালে আসলে হয়তো সমান মর্যাদা পেতেন না তিনি।
পেরেজ বলেন, ‘এই এমবাপ্পেকে আমি আনতে চাইনি। যে এমবাপ্পে এখানে আসতে চেয়েছিল সে তা নয়। যদি সে এমনই তাহলে আমি বলব সে পিএসজিতেই থাকুক। আমি সেই স্বপ্নবাজ ছেলেটাকে চাই। এই এমবাপ্পে আমার এমবাপ্পে নয়। রিয়ালে ক্লাবের ঊর্ধ্বে কেউ নেই। আমাদের মূল্যবোধ ও নীতি রয়েছে যা আমরা বদলাতে পারি না।’
২০১৪ বিশ্বকাপ ফাইনালে মেসির আর্জেন্টিনাকে ন্যায্য পেনাল্টি দেয়নি রেফারি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।