স্পোর্টস ডেস্ক: ফুটবলারদের গ্রীষ্মকালীন দলবদলের বাজারে ‘হটকেক’ হয়ে উঠেছেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যাওয়ার ঘোষণা দেওয়ার পর পিএসজিকে এমবাপে চিঠি দিয়ে জানিয়ে দেন, আগামী মৌসুমে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে আর থাকবেন না প্যারিসে।
অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করবেন না তিনি। এই চিঠির পর থেকেই শুরু হয়েছে দুই পক্ষের মাঝে বড় টানাপোড়েন। ফ্রেঞ্চ ক্লাব পিএসজির সঙ্গে এমবাপের বর্তমান চুক্তিতে ২০২৪ পর্যন্ত মেয়াদ আছে। এরপরেই ফ্রি-তে তাকে দলে ভেড়াতে পারবে যে কোনো দল। কিন্তু, এতেই যত আপত্তি পিএসজির।
এতদিন চাউর ছিল, এমবাপেকে চড়া দামে বিক্রি করতে চায় ফরাসি ক্লাবটি। আর মেয়াদ শেষে ফ্রি এজেন্টে তাকে দলে ভেড়ানোর পরিকল্পনায় আছে মাদ্রিদ। এর মধ্যেই নতুন খবর দিয়েছে ডিফেন্স সেন্ট্রাল। তাদের দাবি, ফরাসি ফরোয়ার্ডকে ইতোমধ্যে ১০ বছর মেয়াদি ১০০ কোটি ইউরোর এক প্রস্তাব দিয়েছে পিএসজি।
এ প্রস্তাব মেনে নিলে ৩৪ বছর বয়স পর্যন্ত প্যারিসেই থাকবেন এমবাপে। ধারণা করা হচ্ছে, খেলাধুলার ইতিহাসে এটাই হবে সবচেয়ে আকর্ষণীয় চুক্তি! বেশ কয়েক বছর ধরেই এমবাপের ট্রান্সফার নিয়ে দর কষাকষি চালিয়ে আসছে প্যারিস সেইন্ট জার্মেইন এবং রিয়াল মাদ্রিদ। আর এই বিরোধ শেষ করতে এমবাপের হাতে মাত্র দুই সপ্তাহেরও কম সময় আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।