লাল সিং চাড্ডায় প্রাপ্তবয়স্কদের দৃশ্য রেখেছেন আমির?

লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউডি চলচ্চিত্র ‘ফরেস্ট গাম্প’র রিমেক হিসেবে ‘লাল সিং চাড্ডা’ তৈরি করেছেন আমির খান। সিনেমার প্রযোজক তিনি, প্রধান ভূমিকায় অভিনয়েও তিনি।

লাল সিং চাড্ডা

‘ফরেস্ট গাম্প’ চলচ্চিত্রের মতো ‘লাল সিং চাড্ডা’তেও ‘প্রাপ্তবয়স্কদের দৃশ্য’ রাখা হবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। এবার নিজেই সেই প্রসঙ্গে কথা বললেন আমির।

ভারতীয় গণমাধ্যম ‘প্রভাত খবর’-এ দেয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, ভারতদের দর্শকদের অনুভূতিতে আঘাত লাগার মতো কিছুই করা হয়নি ‘লাল সিং চাড্ডা’ ছবিতে। দর্শকদের কথা বিবেচনা করে ‘ফরেস্ট গাম্প’র মতো ‘প্রাপ্তবয়স্কদের দৃশ্য’ও রাখা হয়নি এই রিমেকে।

এবার খালার হাত ধরে উধাও ভাগিনা

আমির জানান, ভারতের মেজাজেই রিমেকটি তৈরি করেছেন নির্মাতা। মানুষ যেন পুরো পরিবার নিয়ে ছবি দেখতে পারে, সেভাবেই ছবিটি তৈরি করা হয়েছে।

অদ্বৈত চন্দনের পরিচালিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ১১ আগস্ট মুক্তি পাবে।