লাল সিং চাড্ডা কেন কাঁদিয়েছিল কারিনাকে? বড় সিদ্ধান্ত নিলেন আমির

আমির খান এর লাল সিং চাড্ডা

বিনোদন ডেস্ক : আমির খান এর লাল সিং চাড্ডা নিয়ে প্রত্যাশা অনেকটাই ছিল সিনেমার ডিস্ট্রিবিউটারদের। কারণটা হল বড় পর্দায় আমিরি ফ্যাক্টর। কিন্তু বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ল এই ছবি। শোনা যাচ্ছে তারা ছবির নির্মাতা ভায়াকম ১৮-র কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। ওপেনিং ডে-তে ১২ কোটি কালেকশনের পরও ভাবা হয়েছিল হয়তো উইকেন্ডে ঘুরে দাঁড়াবে লাল সিং চাড্ডা। তবে ট্রেন্ড তো সেকথা বলছে না!

আমির খান এর লাল সিং চাড্ডা

চার বছর পর বড় পর্দায় ফিরলেন আমির খান। প্রত্যাশা ছিল অনেকটাই। সিলভার স্ক্রিনে আমির সঙ্গী আবার করিনা। প্রায় চার বছরের প্রস্তুতির পর ১১ অগাস্ট মুক্তি পেয়েছে আমিরের এই ছবি। কিন্তু মুক্তি আগে থেকে বির্তক এই ছবির সঙ্গী। কখনও এই ছবিকে বয়কটের প্রসঙ্গ তুলেছেন একপক্ষ। কখনও আবার আমিরের কপালে জুটেছে দেশদ্রোহীর তকমা, আর তাতেই বেজায় ক্ষতির মুখে পড়তে হয়েছে সিনেমার ডিসট্রিবিউটরদের। শোনা যাচ্ছে তারা ছবির নির্মাতা ভায়াকম ১৮-র কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। শোনা যাচ্ছিল ছবির বক্স অফিসের কালেকশন দেখে ডিস্ট্রিবিউটারদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও নাকি চিন্তা ভাবনা করছেন আমির।

ভায়াকম ১৮-র সিইও অজিত আন্ধ্রে এই প্রসঙ্গে জানান, ‘কোনও বাইরের ডিস্ট্রিবিউটর নেই। ভায়াকম নিজেই ডিস্ট্রিবিউশনের কাজে করেছে। আর আপাতত প্রাথমিক ভাবে কোনও আর্থিক ক্ষতি হয়নি। সিনেমা বক্স অফিসে চলছে দেশে আর দেশের বাইরেও। এইসব ভিত্তিহীন খবরের কোনও মানেই হয় না।’ বেশিরভাগ বড় প্রযোজনা সংস্থা আর স্টুডিয়োর আসলে নিজস্ব ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকে। শুধু ছোট শহরেই কমিশনের ভিত্তিতে সাব-ডিস্ট্রিবিউশন দেওয়া হয়। তাই যে রব উঠেছে ক্ষতিপূরণ প্রসঙ্গের তা সম্পূর্ণই ভুয়ো।

ওপেনিং ডে তে এই ছবির কালেকশন ছিল প্রায় ১২ কোটি। তারপর ভাবা হয়েছিল হয়তো উইকেন্ডে ঘুরে দাঁড়াবে লাল সিং চাড্ডা। কিন্তু একাধিক বির্তকে জর্জরিত লাল সিং চাড্ডা ঘুরে দাঁড়াতে পারল না বক্সঅফিসে। রবিবার ১৪ অগাস্ট এই ছবির কালেকশন ছিল মোটে ১০ কোটি। সাকুল্যে চার দিনে ছবির কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি। সপ্তাহের শেষে ৫০কোটির অঙ্ক ছুঁতে ব্যার্থ।

যদিও এতদিন বলিউডের ট্রেন্ড ছিল আমির খান, শাহরুখ খান, সলমান খানের সিনেমা মানেই ১০০ কোটির অঙ্ক। কিন্তু, ছবির ওপেনিং ডে কালেকশন ১০ কোটি হলে তবেই প্রথম সপ্তাহে মধ্যে ১০০ কোটির অঙ্ক ছুঁতে পারার সম্ভবনা থাকে। কিন্তু, লাল সিং চাড্ডা ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারবে কিনা সেই নিয়ে সন্দিহান সিনেমা বিশেষজ্ঞরা।

শ্রাবন্তীর জবাবে সমালোচনার ঝড়, অভিরূপের সঙ্গে কি সম্পর্ক জানা গেল

দেশে সমোলচিত হলেও বিদেশে চর্চিত লাল সিং চাড্ডা বহু চেষ্টার পর এই ছবি করার অনুমতি পেয়েছিলেন তিনি। সফলভাবে ‘ফরেস্ট গাম্প’-এর রিমেক করায় অস্কার কর্তৃপক্ষের প্রশংসা পেলেন এবার। The Academy -র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখা হয়, “ভারতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়ে Robert Zemeckis এবং Eric Roth এর দুর্দান্ত গল্পকে সুন্দর কায়দায় ফুটিয়ে তুলেছেন Advait Chandan এবং Atul Kulkarni। শুধুমাত্র দয়ার জোরে এক সাধারণ মানুষ বিশ্বকে বদলে দিতে পারে, সেই বিষয়টি দেখানো হয়েছে এই ছবিতে। Tom Hanks অভিনীত দুর্দান্ত চরিত্রে অভিনয় করেছেন আমির খান।”