জুমবাংলা ডেস্ক : প্রচণ্ড গরমে ঝালকাঠিতে লেবু চাষ ব্যাহত হচ্ছে। এতে লেবুর রস কম হওয়ায় দাম পাচ্ছেন না চাষিরা। ফলে লেবু চাষ করে এবার লোকসানের মুখে তারা। লাভজনক হওয়ায় গত কয়েক বছর ধরে ঝালকাঠিতে লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে। পেয়ারা-আমড়ার পর কান্দি বা সর্জন পদ্ধতিতে চাষ করা লেবু বিক্রি করে জেলার বাউকাঠি, শতদশকাঠি, ভিমরুলি, কাফুরকাঠিসহ ২২টি গ্রামের শত শত পরিবার স্বাবলম্বী হচ্ছেন।
তবে এ বছর প্রচণ্ড গরমে লেবুর চাষ ব্যাহত হওয়ায় গাছের ফল আকারে ছোট হয়েছে। সেই সঙ্গে রসও কম হয়েছে। এজন্য বাজারে লেবুর দাম পাচ্ছেন না চাষিরা। প্রতি ৮০টি লেবু মাত্র ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে লাভ হচ্ছে না বলে জানিয়েছেন চাষিরা।
এক চাষি বলেন, বৃষ্টি না হওয়ায় লেবুর ফলন কমে গেছে। তাছাড়া ছোট আকারের লেবু বেশি উৎপাদন হওয়ায় দাম পাচ্ছি না। ফলে লেবু বিক্রি করে আমাদের উৎপাদন খরচই উঠছে না।
নিষিদ্ধ হওয়ার পরও বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দ্য কেরালা স্টোরি’
এ অবস্থায় চাষিদের লেবু উৎপাদনে নানা পরামর্শ ও সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। এ বিষয়ে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম বলেন, ‘চাষিদের জন্য প্রশিক্ষণসহ নানাবিধ কার্যক্রম নেয়া হচ্ছে। এছাড়া জেলা ও উপজেলা কর্মকর্তারা কৃষকদের নিয়মিত সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।’ উল্লেখ্য, জেলায় ৩৩৬ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।