বিনোদন ডেস্ক : চোখ ধাঁধানো অন্দরসজ্জায় সেজে উঠছে বাদাম কাকু ভুবন বাদ্যকারের বাড়ি। নেটদুনিয়ায় বাড়ির অন্দরমহলের দৃশ্য ভাইরাল হতেই নেটিজেনদের চোখ কপালে উঠেছে।
নতুনভাবে সেজে উঠছে তাঁর পুরোনো মাটির বাসস্থান। মার্বেল ,টাইলস,প্লাই দিয়ে সজ্জিত হচ্ছে তাঁর স্বপ্নের বাড়ির চার দেওয়াল। বাড়ির ইন্টেরিয়র বিশেষত বারান্দার কারুকার্য বেশ চমকপ্রদ। তাঁর ঘিয়ে রঙের বারান্দায় শোভা পাচ্ছে নিজের একটি বিশাল পেইন্টিং।
সিলিং সেজে উঠেছে ঝকঝকে বক্স প্লাই দিয়ে। বাড়ির চারিদিকে রয়েছে শৈল্পিক কারুকার্যের নমুনা। আকাশ বণিক নামে একজন ইন্টেরিয়র ডেকোরেটর হলেন এইসব কারুকার্যের আসল কান্ডারি। তাঁর দক্ষ হাতের ছোঁয়ায় নিপুণভাবে সেজে উঠেছে ভুবনবাবুর স্বপ্নের বাড়ি। সংসার চালানোর জন্য একসময় রাস্তায় রাস্তায় বাদাম বেচে জীবিকা নির্বাহ করতেন ভুবনবাবু। কিন্তু সময় সবার এক যায়না।
সত্যিই দারুণ, না দেখলে মিস করবেন ভুবন বাদ্যকরের বাড়ির অন্দরমহল pic.twitter.com/YJomEuuyn7
— BanglaXp Official (@BanglaXpBengali) May 15, 2022
রাস্তায় বাদাম বিক্র্রির সময় যে গান গাইতেন সেই গান একসময় সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। রাতারাতি খ্যাতির লাইমলাইটে এসে গেছিলেন এই বাদাম বিক্রেতা। বাংলার গন্ডি পেরিয়ে তাঁর গান বিদেশেও পৌঁছে গিয়েছিল। অসংখ্য সেলিব্রিটি তাঁর গাওয়া এই গানে তাল মিলিয়ে নতুন নতুন কোরিওগ্রাফির জন্ম দিয়েছিলেন। বাদাম বিক্রি করা ছেড়ে দিয়ে এখন রীতিমতো একজন সেলিব্রিটি গায়ক তিনি।
জনপ্রিয়তা পাওয়ার পরে অনেকেই অর্থসাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর দিকে। ভাগ্য দেবীর সুপ্রসন্নতায় নিজের সোলো এলবামে গান গাওয়ার সুযোগে পেয়েছেন। বাংলাদেশের শিল্পী হিরো আলমের সাথেও সম্প্ৰতি একটি মিউজিক এলবাম বানিয়েছেন। অর্থ উপার্জনের পরে নিজের স্বপ্ন পূরণে আপাতত মন দিয়েছেন শিল্পী। আর তারই এক নিদর্শন হলো তাঁর এই নতুন একতলা বাড়ি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।