আন্তর্জাতিক ডেস্ক : আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের দুই দশক আগের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কিছু ব্যবহারকারী ভিডিও শেয়ারের প্ল্যাটফর্ম টিকটকে এই চিঠি সংক্রান্ত ভিডিও পোস্ট করেছে। সেইসঙ্গে আরেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পুনরায় আরও কিছু ব্যবহারকারী তা শেয়ার করলে ব্যাপকভাবে ভাইরাল হয়। খবর টাইম ও এবিসি নিউজের।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাশট্যাগ ‘লেটারটুআমেরিকা’ শিরোনামে টিকটকে ওই পোস্ট ব্যাপক সাড়া ফেলে। ৭০ লাখের বেশি তা দেখা হয়েছে। তবে ইতিমধ্যে হ্যাশট্যাগ ‘লেটারটুআমেরিকা’ মুছে ফেলেছে টিকটক।
যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পেছনে মূল হোতা ছিলেন ওসামা বিন লাদেন। সেই হামলায় অন্তত তিন হাজার লোকের প্রাণহানি ঘটে। সেই হামলাকে যৌক্তিক বলে ২০০২ সালে চিঠি লিখেছিলেন লাদেন। আর সেই চিঠিই নতুন করে ভাইরাল হয়েছে।
চিঠিতে আল-কায়েদার প্রয়াত এই প্রধান ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারত্বকে সমর্থন করায় যুক্তরাষ্ট্রের নিন্দা করেন। তিনি দাবি করেছিলেন, ইহুদিরা আমেরিকার নীতি, পুঁজি এবং গণমাধ্যম নিয়ন্ত্রণ করে।
সেই চিঠিতে লাদেন লিখেছিলেন, ‘ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি হওয়ার পুরো প্রক্রিয়াটি একটি অপরাধ এবং এই রাষ্ট্রকে অবশ্যই মুছে ফেলা উচিত।’ একইসঙ্গে তিনি হুমকি দেন, যারা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যে বা যারা ভূমিকা রেখেছে তাদের চড়া মূল্য দিতে হবে।
এই চিঠি ভাইরাল হওয়ার পর নতুন প্রজন্মের অনেকে বিতর্ক করছেন হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সহায়তা নিয়ে। অনেকে লাদেনের এ চিঠির সহমর্মিতা প্রকাশ করেছেন, আবার কেউ এর নিন্দা জানিয়েছেন এবং কেউ বিদ্রুপ করেছেন।
গতকাল বৃহস্পতিবার টিকটক এক বিবৃতিতে বলেছে, ‘এ চিঠির প্রচারের বিষয়বস্তু স্পষ্টভাবে কোনো ধরনের সন্ত্রাসবাদকে সমর্থন করার বিষয়ে আমাদের নিয়ম লঙ্ঘন করেছে। আমরা সক্রিয়ভাবে এবং আগ্রাসীভাবেই এটি সরিয়ে ফেলছি এবং এটি কীভাবে আমাদের প্ল্যাটফর্মে এসেছে তার তদন্ত করছি।’
শাড়ি পরে ছাদে মধ্যে দুর্দান্ত ড্যান্স দিলো শিশুকন্যা, ভাইরাল ভিডিও
২০১১ সালে পাকিস্তান যুক্তরাষ্ট্রের এক বিশেষ অভিযানে নিহত হন লাদেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।