বিনোদন ডেস্ক : টম ক্রুজের টপ গান ম্যাভেরিক থেকে লেডি গাগার গানের ভিডিও মুক্তি পেয়েছে। গানটির শিরোনাম হোল্ড মাই হ্যান্ড। গানটি সাদা-কালো ও রঙিন দুই রকম ভিডিওতে প্রকাশিত হয়েছে। মিউজিক ভিডিওতে লেডি গাগা, সিনেমার নানা দৃশ্য, এমনকি ১৯৮৬ সালে টপ গান সিনেমার দৃশ্যও দেখা যায়। গান ও মিউজিক ভিডিও ধারণাটি পরিচালক জোসেফ কোসিনস্কির নিজস্ব।
লেডি গাগাকে একটি মিলিটারি বেজে ফিচার করা হয়েছে। এর মধ্যে সিনেমা থেকে ক্রুজের কিছু দৃশ্য যোগ করা হয়েছে। গানের একটি মুহূর্তে অ্যান্টনি এডওয়ার্ডস অভিনীত নিক ব্র্যাডশর মৃত্যুদৃশ্য দেখানো হয়। গুজকে ম্যাভেরিকের ধরে রাখার দৃশ্যটি দর্শককে আবেগাপ্লুত করে। গানটিতে আশির দশকের পরিচিত পাওয়ার ব্যালাড ধারা ফিরিয়ে আনা হয়েছে। এর সঙ্গে রয়েছে গিটারের সোলো পারফরম্যান্স। সব মিলিয়ে অরিজিনাল গানের ক্ষেত্রে অস্কার দৌড়ে গানটি এগিয়ে থাকছে।
গানটি নিয়ে লেডি গাগা তার অনুভূতি প্রকাশ করেছেন। গানটি নিয়ে তিনি লিখেছেন, ‘মূল টপ গান এসেছিল ১৯৮৬ সালে, যে বছর আমার জন্ম হয়।’ গানটি নিয়ে পিয়ানো ও জ্যাজ শো করার জন্য লেডি গাগা লাস ভেগাসে নয়দিন সময় নিচ্ছেন। এর মধ্যে আজ টম ক্রুজ তার সঙ্গী হবেন।
গাগা টুইট করে লিখেছেন, ‘আমি ইনক্রেডিবল সিনেমার জন্য গানটি লিখেছিলাম। পাশাপাশি আমি মনে করি, যারা ভাবে আমরা কখনো ভালো সময় পার করব না তাদের জন্য মানবিক দিক থেকে গানটি তৈরি করেছি।
জীবন আমাকে শিখিয়েছে কঠিন সময়ে নিজের ওপর বিশ্বাস রাখা, কষ্টকর হলেও মানবতার ওপর বিশ্বাস রাখা উচিত।’ তিনি আরো যোগ করেন, ‘আপনি যখন একাকিত্ব বোধ করেন বা বিষণ্নতায় ভোগেন, নিজেকে সবার থেকে দূরে অনুভব করেন, কোনো একদিন নিজেকে ধরে রাখার মতো সামর্থ্য আপনার হবে।’ টুইটে গাগা হ্যাশট্যাগে হোল্ডমাইহ্যান্ড লিখেছেন। লেডি গাগা নিজেই গানটির সহপ্রযোজক। তার সঙ্গে গানটি প্রযোজনা করেছে ব্লাডপপ। আরো যুক্ত আছে বেনজামিন রাইস। ২৭ মে মুক্তি পাবে টপ গান ম্যাভেরিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।