লেহেঙ্গা চোলি পরে দুর্দান্ত ড্যান্স দিলো যুবতী

দুর্দান্ত ড্যান্স

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে।

দুর্দান্ত ড্যান্স

এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই গোরি নাগোরি নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই গোরি নাগোরির নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই গোরি নাগোরির ফ্যান।

বিশেষ করে রাজস্থান এবং হরিয়ানাতে ব্যাপক জনপ্রিয় এই নৃত্যশিল্পী। আজকাল অনেক স্টেজ শোতেই দেখা মেলে তাঁর। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ।

গোরি নাগোরির স্টেজ শো হলেই তাতে ভিড় উপচে পড়ে। গানের তালে তার কিলার নাচের ভঙ্গি মোহিত করে সকলকেই। আপাতভাবে নাচ দেখলে আপনার অশ্লীল মনে হলেও সেই নাচ দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ।

পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পোস্ট করলেও তাতে লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন সকলে। সম্প্রতি গোরি নাগোরি একটি ভিডিও পোস্ট করেছেন যাতে তারকাকে লাল রঙের ঘাগরা এবং একটি বেগুনি রঙের চোলি পরে কোমর ফ্লান্ট করতে দেখা যাচ্ছে।

শাহরুখ খানের কোন সিনেমার কত আয়

সে ‘ম্যায় তো সাজ গেলি রে… রাজনা কে লিয়ে’ গানের তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন দিয়ে তুমুল নাচ করেছেন। ভিডিওটি ইতিমধ্যেই ২৯০K মানুষ দেখেছেন এবং ২০ হাজারের কাছাকাছি মানুষ লাইক দিয়েছেন।