লেহেঙ্গা পরে ভরা মঞ্চে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো যুবতী

লেহেঙ্গা পরে ড্যান্স

বিনোদন ডেস্ক : নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে কোমল রাঙ্গীলী কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন।

লেহেঙ্গা পরে ড্যান্স

স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ভিডিওই।

‘টি-সিরিজ’ নামের ইউটিউব চ্যানেল থেকে কোমল রাঙ্গীলীর এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ৩ বছর আগে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে এই ভিডিওটি ২ লাখের কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে কোমলকে একটি জনপ্রিয় হিট হরিয়ানভি গান ‘বান্নো ফর্চুনার লাও’র তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।

कोमल रंगीली/ Banna Fortunar Layo live stage performance by komal rangili HD video

ভিডিওতে কোমল রঙ্গীলীকে রঙিন ঘাঘড়া-চোলিতেই দেখা গিয়েছে। এই পোশাকেই স্টেজের উপর একরাশ দর্শকদের সামনে মঞ্চ মাতিয়েছেন তিনি। এদিন জনপ্রিয় হিট হরিয়ানভি গান ‘বান্নো ফর্চুনার লাও’র তালেই দেখা মিলেছে তার। আর এই গানটি যে তিনি বেশ উপভোগ করেই নাচ্ছিলেন, তা ভিডিওটি তাকে দেখলেই স্পষ্ট হবে।

৬টি ইউনিটে বিভক্ত হচ্ছে আলিবাবা

পাশাপাশি কোমলের নাচ যে বেশ উপভোগ করছিলেন সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও, তা তাদের উচ্ছ্বাসেই স্পষ্ট হয়েছে। সম্প্রতি ৩ বছর আগের এই ভিডিওটি যে পুনরায় ভাইরাল হয়েছে নেটমাধ্যমে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। আর সেই সূত্রেই এই মুহূর্তে চর্চায় কোমল রাঙ্গীলী।