বিনোদন ডেস্ক : ওটিটি প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দর্শকরা এখন প্রেক্ষাগৃহের চেয়ে ওয়েব সিরিজকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় ডিজিমুভিপ্লেক্স-এ মুক্তি পেয়েছে নতুন ওয়েব সিরিজ ‘লায়লা ও লায়লা’, যা রহস্য, রোমাঞ্চ ও সাহসী গল্পের মিশেলে তৈরি।
সিরিজের গল্প
‘লায়লা ও লায়লা’ সিরিজের গল্প আবর্তিত হয়েছে শহরের অন্যতম বড় গ্যাংস্টার লায়লা-কে ঘিরে। পুলিশ এসিপি এক সাহসী অফিসার কাজল-কে লায়লাকে গ্রেপ্তার করার দায়িত্ব দেওয়া হয়। তদন্তের সূত্র ধরে কাজল লায়লার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। তবে পরিস্থিতি জটিল হতে থাকে যখন লায়লা তাকে নিজের ফাঁদে ফেলে।
অভিনয়ে কারা আছেন?
এই সিরিজে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মুসকান আগারওয়াল এবং রুকস খানদাগালে। রহস্যময় গল্প ও চরিত্রের চমক দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে।
কোথায় দেখা যাবে?
‘লায়লা ও লায়লা’ স্ট্রিম করা যাচ্ছে ডিজিমুভিপ্লেক্স অ্যাপে। উত্তেজনাপূর্ণ গল্পের স্বাদ পেতে এখনই সাবস্ক্রিপশন নিয়ে দেখে ফেলুন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।