জুমবাংলা ডেস্ক : বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৮ কেজি ওজনের একটি লাক্ষা মাছ ধরা পড়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে চার হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি ৮১ হাজার টাকায় বিক্রি করা হয়। সচরাচর এতো বড় লাক্ষা মাছ পাওয়া যায় না বলে জানান ব্যবসায়ীরা।
পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ী আ. সালাম জানান, ডাকের মাধ্যমে মাছটি হানিফ নামে এক পাইকার ৮১ হাজার ৬০০ টাকায় নিয়েছেন।
পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের অড়ৎদার সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর জমাদ্দার বলেন, এতো বড় লাক্ষা মাছ সচরাচর পাওয়া যায় না। ঢাকার বড় হোটেলগুলোতে এই মাছের ব্যাপক চাহিদা। পাইকার হানিফ মাছটি ঢাকায় বিক্রি করার জন্য প্যাকেটজাত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।