বিনোদন ডেস্ক : প্রায় দুইমাস ধরেই চলছে হলিউডে লেখকদের ধর্মঘট। শুরুতে শুধু লেখকরা এই আন্দোলনের অংশ হলেও ধীরে ধীরে যোগ দিচ্ছেন অভিনেতারাও। ১৪ জুলাই মধ্যরাতে, হলিউডের অভিনেতাদের জন্য সবচেয়ে বড় ইউনিয়নগুলোর মধ্যে একটি ‘সাগ-আফট্রা’ ঘোষণা করেছে যে তারা লেখকদের ধর্মঘটে যোগ দেবে। গত ৬৩ বছরে প্রথমবারের মতো ঘটেছে এমন ঘটনা।
অ্যালায়েন্স অফ মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রযোজকদের সাথে একটি নতুন শ্রম চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরে স্ক্রিন অ্যাক্টরস গিল্ড এই ধর্মঘট ঘোষণা করেছিল। সময়ের সবচেয়ে আলোচিত এই আন্দোলনে এবার যোগ দিলেন বলিউড অভিনেত্রী ও গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া।
ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা একটি ছবি পোস্ট করেছেন যেখানে আন্দোলনের প্রতি তার সমর্থন দেখা যাচ্ছে। ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, “আমি আমার ইউনিয়ন এবং সহকর্মীদের পাশে আছি। সংহতির মাধ্যমে আমরা আরও ভাল আগামী গড়ে তুলি।”
এদিকে লেখকদের ধর্মঘটের কারণে আসন্ন অনেক শো এবং চলচ্চিত্রের শুটিংয়ের উপরে বেশ প্রভাব পড়ছে। বেশ কিছু বিগ বাজেটের প্রকল্পের সঙ্গে হলিউডে ধর্মঘটের কারণে প্রিয়াঙ্কা চোপড়া এবং জন সিনার ‘হেডস অফ স্টেট’-এর শুটিংও বন্ধ রয়েছে। সম্প্রতি চলমান ধর্মঘটের কারণে ‘ওপেনহাইমার’ ও ‘বার্বি’-এর প্রচারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ধর্মঘট শুরু হওয়ার সাথে সাথেই ‘ওপেনহাইমার’-এর তারকাগন লন্ডন প্রিমিয়ার থেকে বেরিয়ে যান।
সূত্র : ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।