লাইফস্টাইল ডেস্ক : সারোগেসি বা গ’র্ভ ভা’ড়া দিয়ে মা হওয়ার খবর বেশ পুরনো। বর্তমান দুনিয়ায় এটি প্রায় প্রতিষ্ঠিতই বলা চলে। তবে সারোগেট স্ত্রী বা প্রক্সি স্ত্রী এর মতো পেশাও আছে তা একেবারেই নতুন। এই কাজটি করেই লাখপতি হয়েছেন এক ব্রাজিলিয়ান তরুণী। তিনি একাকী বোধ করা বিবাহিত পুরুষদের অর্থের বিনিময়ে সঙ্গ দিয়ে থাকেন।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, সারোগেট স্ত্রী হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় আসা তরুণীর নাম বাবি পালোমাস। তিনি একজন ব্রাজিলিয়ান। ইনস্টাগ্রামে তার অনুসারির সংখ্যা ১ লাখ ১১ হাজার।
পালোমাস মূলত অর্থের বিনিময়ে বিবাহিত পুরুষদের ভালোবাসেন এবং সম্মান করেন। তবে সারোগেট স্ত্রী মানে টাকার বিনিময়ে বিবাহিত পুরষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা নয়। পুরুষদের মানসিক প্রশান্তি দেওয়াই মূল উদ্দেশ। এ কাজের জন্য তিনি ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩২ লাখ ৯০ হাজার টাকা নিয়ে থাকেন।
তার পেশা সম্পর্কে ২৪ বছর বয়সী পালোমাস বলেন, ‘আমি এমন কাজ করি যা গড়পড়তা স্ত্রীরা প্রায়শই এড়িয়ে যায়- যেমন অভিযোগ না করে টেলিভিশনে ফুটবল ম্যাচ দেখা।’
একজন সারোগেট স্ত্রী হিসেবে বিবাহিত পুরুষরা তাকে ১২ থেকে ১৪ ঘণ্টার জন্য বুক করতে পারেন। তিনি শুধু ডিজিটাল মাধ্যমেই এই সেবা দিয়ে থাকেন। পালোমাস বলেন, ‘কলে আমি একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলার সময় নিজের নৈশভোজ তৈরি করি এবং আমরা একসঙ্গে সিনেমা দেখি। এমনকি একসঙ্গে আমরা ফুটবল ম্যাচও দেখি।’
তবে তিনি কখনোই গ্রাহকদের বাড়িতে যান না। পুরুষরা তার সঙ্গে জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। তিনি বলেন, পুরুষদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি অনেকে বিবাহিত এবং পরিবার থাকার পরেও তারা একাকী বোধ করে।
বিবাহিত পুরুষদের সেবা দিলেও নিজে বিয়ে করে পরিবার বানাতে চান পালোমাস। তিনি বলেন, ‘আমি একদিন বিয়ে করার স্বপ্ন দেখি। আমি আমার পরিবার নিয়ে থাকতে চাই।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।