জুমবাংলা ডেস্ক: লক্ষ্মীপুরের স্টেডিয়াম এলাকায় স্বামীকে তালাক দিয়ে দেবরকে বিয়ে করার অপরাধে এক গৃহবধূকে ছুরিকাঘাতে খুন করেছে সাবেক স্বামী। এ ঘটনায় সাবেক স্বামীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে ওই এলাকার সিরাজ মিয়ার বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি পঞ্চগড় জেলার দেবীগঞ্জের বাসিন্দা ফজর আলীর মেয়ে শহর ভানু (৪৫)।
আটককৃত ব্যক্তি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার চরজলিক গ্রামের মেহের আলীর ছেলে খোকন।
আটককৃত ব্যক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, খোকন ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় কাঁচামালের (সবজি) ব্যবসা করতেন। স্ত্রী-সন্তানদের নিয়ে ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। খোকন ও শহর ভানুর ৩৫ বছরের সংসারে ৩ ছেলে রয়েছে। এরমধ্যে দুই ছেলে বিয়ে করেছে। খোকনের সৎ ভাই ফকির শেখ। সম্প্রতি খোকনকে তালাক দিয়ে ফকির শেখের হাত ধরে পালিয়ে আসে ভানু। তবে কোথায় গেছে তা জানত না খোকন।
এদিকে খোঁজ নিয়ে জানতে পারেন, তারা লক্ষ্মীপুরে ভাড়া বাসায় থাকে। জেলা স্টেডিয়ামের পাশে ২১ দিন ধরে ফকির ও ভানু বসবাস করছে। রবিবার (১৭ এপ্রিল) সকালে বাসায় এসে ক্ষিপ্ত হয়ে খোকন ধারালো অস্ত্র দিয়ে ভানুকে জবাই করে হত্যা করে।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান বলেন, খোকনকে তালাক দিয়ে নিহত ভানু দেবরকে বিয়ে করে। এতে ক্ষুব্ধ হয়েই খোকন তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে খুন করেছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মৃত মায়ের জন্য দোয়া শেষে প্যান্ডেলেই বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু ছেলের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।