লাল ড্রেসে উদ্দাম ড্যান্স দিয়ে মঞ্চ কাঁপালেন আর সি উপাধ্যায়

উদ্দাম ড্যান্স

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া।

উদ্দাম ড্যান্স

বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পারছেন R.C ওরফে আরসি উপাধ্যায়। তাঁর চিত্তাকর্ষক নাচের ঠুমকা মন জয় করে নিচ্ছে সকলের। তাই তো মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও তালিকায় দেখা যাচ্ছে আরসি উপাধ্যাইয়ের স্টেজ পারফরম্যান্স।

आरसी उपाध्याय सेक्सी हॉट डांस न्यू हरियाणवी 2020

এই ভিডিওতে আপনি দেখতে পাবেন, স্টেজে দাড়িয়ে আরসি উপাধ্যায় লাল রঙের চকচকে একটি সালওয়ার স্যুট পরে হরিয়ানভি গানে দারুন ঠুমকা লাগিয়েছেন। এই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে দর্শকদের সামনেই স্টেজ কাঁপাতে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো, সকলেই এই নাচ উপভোগ করছেন।

ধান ক্ষেতের পানি শুকিয়ে যেতে বেরিয়ে এলো বিশাল মাগুর মাছের ঝাক

ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটি। নিজের কাতিল এক্সপ্রেশনের মাধ্যমে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। ইউটিউবে বুহানুদ্দিন খান অসমের পেজ থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। দর্শকরা ব্যাপক মাত্রায় এই ভিডিওটি দেখেছেন এবং অনেকেই এই ভিডিওতে নিজেদের কমেন্ট করেছেন।