জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “লাল জুলাইয়ের কবিতা” শিরোনাম দিয়ে আগামী ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ আবৃত্তিশিল্পীবৃন্দের ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে অংশগ্রহণ করবে ঢাকা ও ঢাকার বাইরের বেশ কয়েকটি সাংস্কৃতিক দল ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আয়োজনে প্রায় দেড় শতাধিক আবৃত্তিশিল্পী, কবি ও সঙ্গীতশিল্পী অংশ নেবেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটানা দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে যখন ছাত্র জনতা এক হয়ে রাজপথে নামে, তখন ক্ষমতাসীনদের নির্মম বুলেটের আঘাতে শহীদ হয় আমাদের ভাই, আমাদের বোন, আমাদের সন্তান-পিতা-স্বজন। আমরা ভুলতে পারিনা রক্তাক্ত সেই জুলাইয়ের স্মৃতি। আমাদের নির্ঘুম রাত। আমাদের সন্তান-স্বজনদের আর্তচিৎকার।
এই গণঅভ্যুত্থানে দেশের আপামর জনতা এক হয়েছিল স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে। মাঠের কৃষক, ঢাকার রিক্সাওয়ালা, জেলে, মজুর, শিক্ষক, বুদ্ধিজীবী, কবি এমনকি সরকারি কেরানীও। কবি-শিল্পীরা তাদের কলম দিয়ে উচ্চারণ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্তিশালী শব্দমালা। কবিতায় তুলে ধরেছে লাল জুলাইয়ের রক্তাক্ত চিত্র।
আমরা এবার সেইসব লাল জুলাইয়ের কবিতায় স্মরণ করব আমাদের শহীদদের। দু:সহ সময়কে। কোনো রাজনৈতিক দল বা সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে না, আমরা সাধারণ আবৃত্তিশিল্পীরা রক্তাক্ত সেই জুলাইয়ের কবিতা পড়ব একসাথে একমঞ্চে। এই আয়োজন সবার। সকল আবৃত্তি শিল্পী ও কবিতাপ্রেমির। সবাই আসুন৷ উদার আমন্ত্রণ সকলকে। আয়োজন সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠান আয়োজন- ৬ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, বিকেল: ৩টা, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
আয়োজনে- সাধারণ আবৃত্তিশিল্পীবৃন্দ
রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
এই আয়োজন সমন্বয়ের দায়িত্বে আছেন- অনন্যা মাহমুদ, ফাহমিদা সূচনা, আঞ্জুমান লায়লা নওশিন এবং আলমগীর ইসলাম শান্ত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।