বিনোদন ডেস্ক : একটা সময় ছিল যখন টলিউড অভিনেত্রীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবথেকে বেশি সক্রিয় থাকতেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল উপচে পড়ত ছবি, ভিডিওতে। বিশেষ করে টিকটকে বেশি দেখা মিলত নুসরতের। কয়েক লাখ ফলোয়ার নিয়ে প্রায়ই টিকটকে ভিডিও শেয়ার করতেন তিনি। এমনকি নিজের অসুস্থ বাবা হাসপাতালে ভর্তি থাকার সময়েও নুসরতের বিরুদ্ধে ভিডিও বানানোর অভিযোগ উঠেছিল।
টিকটক ব্যান হতে ক্ষুব্ধ নুসরত স্পষ্টতই হতাশা প্রকাশ করেছিলেন। তারপর এক সময় রিল ভিডিওকেই আপন করে নিয়েছেন তিনি। এখন মাঝে মধ্যে রিল ভিডিও শেয়ার করেন সাংসদ অভিনেত্রী। কিন্তু আগের তুলনায় সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা কমেছে তাঁর। তার মধ্যেও নুসরত কিছু পোস্ট করা মানেই তা ভাইরাল হবে।
প্রায়ই নতুন নতুন ফটোশুট করেন নুসরত। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। কখনো বা রিল ভিডিও বানিয়ে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সম্প্রতি লাল লেহেঙ্গায় সেজেছিলেন নুসরত। সঙ্গে গলায় হীরে ও পান্নার হার, খোলা চুলে মোহময়ী অভিনেত্রী। সিঁথিতে জ্বলজ্বল করল সিঁদুর।
এই সাজেই র্যাম্প ওয়াক করেছেন নুসরত। তার আগে পোজ দিয়েছেন ক্যামেরার জন্য। সে ভিডিও শেয়ার করা মাত্রই ভাইরাল। নুসরতের রূপে মন্ত্রমুগ্ধ নেটনাগরিকরা। আবারো পুরনো টলি নায়িকা নুসরতকেই যেন ফিরে পেলেন তারা। এমনিতে প্রায়ই নিজের ছবি, ভিডিওর জন্য ট্রোলড হন নুসরত। তবে এই পোস্টে নিন্দার থেকে প্রশংসাই বেশি এসেছে।
গত বছর নিখিল জৈনের সঙ্গে রাজকীয় ‘বিয়ে’ অস্বীকার করে যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে জড়ান নুসরত। যদিও সেই সম্পর্ক নিয়েও কখনো আনুষ্ঠানিক ঘোষনা করেননি তারকা সাংসদ। হঠাৎ করেই একদিন জানা যায়, অন্তঃসত্ত্বা নুসরত। কাটাছেঁড়া শুরু হয় ভাবী সন্তানের পিতৃত্ব নিয়ে।
পরে অবশ্য নুসরত নিজেই জানিয়েছিলেন, যশই ঈশানের বাবা। মা হওয়ার পর প্রথম বার জনসমক্ষে এসে তিনি জানিয়েছিলেন, বাবা চাইলেই ঈশানের ছবি দেখতে পারবেন সবাই। সেটাই হয়েছিল। দীপাবলীর দিন যশ শেয়ার করেছিলেন দুই ছেলের ছবি। প্রথম বার ছোট্ট ঈশানের মুখ দেখিয়েছিলেন যশ।
আগামী ২৬ অগাস্ট এক বছর পূর্ণ হবে ঈশান জে দাশগুপ্তের। প্রথম জন্মদিন কীভাবে পালন করা হবে সেটাও জানিয়েছেন নুসরত। কোনো রকম আড়ম্বর করা হবে না। পরিবার আর কাছের বন্ধুবান্ধবদের নিয়ে পারিবারিক ভাবে সেলিব্রেট করবেন তাঁরা। সেই সমস্ত ছবি যত্ন করে রেখ দেবেন যাতে ঈশান বড় হয়ে সেগুলো দেখতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।