বাড়ির ছাদে উদ্দাম ড্যান্স দিলো সুন্দরী যুবতী, তুমুল ভাইরাল ভিডিও

সুন্দরী-যুবতী

বিনোদন ডেস্ক : নাচ গান আঁকা- যেকোনো প্রতিভা নতুন করে চর্চা করতে বয়স যে কোনো বাধা হয় না তা প্রমাণ করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াবাসীরা। ৮ থেকে ৮০ সকলেই নিজেদের প্রতিভা তুলে ধরছেন প্রতিনিয়ত। শিল্পীরাও নিজেদেরকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার জন্য মঞ্চ হিসাবে বেছে নিচ্ছেন এই সোশ্যাল মিডিয়াকেই। এক কথায় এই প্রতিভার যুগে কোন শিল্পী পিছিয়ে নেই এক চিলতে।

সুন্দরী-যুবতী

আর এভাবেই এমন বহু যুবক যুবতী রয়েছেন যারা গড়ে নিচ্ছেন নিজেদের ফ‍্যানবেস। পরিচিত হয়ে উঠছেন হাজারো নেটিজেনদের কাছে। সম্প্রতি এমনি এক যুবতীর নাচের ভিডিও ভাইরাল হয়েছে যা ইতিমধ্যে নজর কেড়েছে বহু সংখ্যক মানুষের।

“উবিরুঙ্গিয়া” নামের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রায়শই নিজের নাচের ভিডিও পোস্ট করে থাকেন এক যুবতী। সম্প্রতি তিনিই আরো একবার দুর্দান্ত নাচ করে পৌঁছে গেছেন বহু দর্শকের কাছে। ভাইরাল এই ভিডিওতে দেখা গেছে এদিন এই যুবতী সেজে উঠেছিলেন লাল শাড়ীতে।

Lal Paharir Deshe Ja Dance Remix Version | UBIRUNGIA | Lal Paharir Deshe Ja Ranga Matir Deshe Ja

গলায় হার, হাত ভর্তি চুড়িতে এদিন অনবদ‍্য লুকে ধরা দিয়েছিলেন তিনি তবে শুধু সাজ নয় সঙ্গে খোলা ছাদের মধ্যে যতটা সুন্দরভাবে নাচ প্রদর্শন করেছেন তা এককথায় অসাধারণ।

নেট দুনিয়ার সবচেয়ে সাহসী ওয়েব সিরিজগুলি দেখে লজ্জা পাবেন আপনিও

বিখ্যাত “লাল পাহাড়ির দেশে যা” গানের তালে তার অনবদ্য ডান্স পারফর্ম‍্যান্স মন ছুঁয়ে নিয়েছে সকলের। গানের তালে তার এক্সপ্রেশন ভঙ্গিমা মুগ্ধ করেছে সকলকে। মাত্র একদিন আগেই শেয়ার করে নেওয়া হয়েছে এই ভিডিও আর তার মধ্যেই প্রায় কুড়ি হাজার মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। প্রতিনিয়ত বাড়ছে লাইকও কমেন্ট সংখ্যা। আপনিও দেখে নিন এই সুন্দর নাচটি।