বিনোদন ডেস্ক : লাল পাড়-সাদা শাড়িতে সেজেছেন সন্দীপ্তা সেন। অসাধারণ দেখতে লাগছে অভিনেত্রীকে। তাঁর দিক থেকে চোখ ফেরানোর উপায় নেই। সেই লুকের ছবি রইল আপনার জন্য়েই। সঙ্গে বিশেষ ফ্যাশন টিপস নিতে ভুলবেন না।
সম্প্রতি তিনি শিরোনামে রয়েছেন। তার কারণও রয়েছে যথেষ্ট! বারবার সন্দীপ্তা সেনের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন উঠলেও তিনি কোনও উত্তর দেননি। তবে সন্দীপ্তা জানিয়েছিলেন, প্রেম করলে তিনি সেই কথা নিজেই শেয়ার করে নেবেন। কথাও রেখেছেন। সম্প্রতি প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে, নিজেই স্বীকার করে নিয়েছেন তাঁদের প্রেমের সম্পর্কের কথা। ফিলিপিন্সেও ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেখানের কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছন।
যাই হোক, সেই নিয়ে আর নতুন করে আর কিছু বলার নেই। তবে সন্দীপ্তা সেনের ইনস্টাগ্রামে অনুরাগীর সংখ্যাও যে কম নয়, তা আমরা জানি। প্রত্যেক লুকের ছবি শেয়ার করতেই সেখানে কমেন্টে প্রশংসার বন্যা বয়ে যায়। একবার সাদা-লাল পাড় শাড়িতে ফটোশ্যুট করেছিলেন সন্দীপ্তা সেন। সেই ছবিই সম্প্রতি উঠে এসেছে ইনস্টাগ্রামের পাতায়। কোনওভাবেই সেই ছবি চোখ এড়িয়ে যাওয়ার উপায় নেই। খোঁপায় বেলকুঁড়ির মালা জড়িয়েছেন, এক কথায় অসাধারণ লাগছে তাঁকে। (ছবি- ইনস্টাগ্রাম @sandiptasen, @sarkardebarshi19)
বাঙালির অন্দেরর শাড়ি, অন্তরের এই সাদা-লাল পাড় শাড়ি। এক সময় বাঙালি মহিলারা বিভিন্ন অনুষ্ঠানে বা পুজোতে এই শাড়ি পরতেন। বিশেষ করে লক্ষ্মী পুজোয় ও বিজয়া দশমীর দিন এই শাড়িতে সাজিয়ে নিতেন নিজেদের। অন্দরমহলে এই শাড়ি পরে ঘুরতে দেখা যেত বাঙালি মহিলাদের।
কিন্তু সেই দিন পেরিয়েছে যেমন, একইভাবে পুজোর অনুষ্ঠান ও অন্দরমহল পেরিয়ে আজ সবার মধ্য়েই জনপ্রিয় হয়ে উঠেছে এই সাদা-লাল পাড় শাড়ি। তারকাদেরও যথেষ্ট প্রিয় আর কী!
এবার সন্দীপ্তাকেও সেই সাদা-লাল পাড় শাড়ির বেশে দেখা গেল। যদিও আটপৌরে ড্রেপিং করেননি সন্দীপ্তা, বরং সাধারণ ড্রেপিংই করেছিলেন।
খাদির শাড়ি গরমে পরার জন্য খুবই উপযুক্ত। তা স্বীকার করতেই হয়। এখন কয়েকমাস যা গরম থাকবে, এরকম পরিস্থিতিতে চোখ বন্ধ করে খাদি শাড়িতে স্টাইলিং করতে পারেন আপনি। সন্দীপ্তার এই শাড়িটিও খাদি-সিল্কের। এই জামদানি শাড়িটি অফ-হোয়াইট রঙের।
সম্পূর্ণ শাড়িতে বিশেষ কোনও কাজ চোখে পড়ছে না। তবে ফ্লোরাল মোটিফের জরির করা রয়েছে। শাড়ির আঁচলেও বিশেষ টাচ দেওয়া হয়নি। আসলে এই ধরনের শাড়িতে এরকম লুকই বেশি ভালো লাগে। আঁচলে শুধুমাত্র লাল বর্ডার দেখা যাচ্ছে। ডিজাইনার হাউজের তরফে এই শাড়িকে ‘মৃণালিনী জামদানি’ শাড়ি বলে উল্লেখ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।