লাল শাড়ির সঙ্গে কালো ব্লাউজে তুমুল ড্যান্স দিলো দুই বান্ধবী

লাল শাড়ি

বিনোদন ডেস্ক : বর্তমান যুগের মানুষের হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেট আর সোশ‍্যাল মিডিয়া। আর এর দৌলতেই বিভিন্ন সময় নানা ধরনের ভিডিও পৌঁছে যাচ্ছে সর্বত্র। এই সকল ভিডিও আপলোড হওয়ার পাশাপাশি সেগুলোও ভাইরালও হচ্ছে নিমেষে। তবে প্রতিদিনের ভাইরালের ভীড়ে যে ভিডিওগুলি সবথেকে বেশি নজর কাড়ছে তা নাচ গানের ভিডিও।

লাল শাড়ি

প্রতিদিনের ব্যস্ততা থেকে একটু অবসরে টিভি খুললেই একই খবর সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিনোদন খুঁজে পাচ্ছেন দর্শকরা আর তাইতো এই মনোরঞ্জন মূলক ভিডিওগুলি মুহুর্তের মধ্যে দর্শক মন জয় করে নিচ্ছে। সম্প্রতি এই ধারা অব্যাহত রেখেই নিজের নাচের প্রতিভা প্রদর্শনের মাধ্যমে ভাইরাল হলেন দুই যুবতী।

 

View this post on Instagram

 

A post shared by Nisha Neha (@nishanehanayak)

সম্প্রতি সামাজিক মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে দুই নারীর নাচের ভিডিও। লাল শাড়ী ও কালো ব্লাউজে লাস‍্যময়ী সাজে দুর্দান্ত নাচের ভঙ্গিমায় তারা রীতিমত ঝড় তুলেছেন। আর এই নাচের নেপথ্যে রয়েছে ট্রেন্ডিং সং “চাকাচাক”। ছবিতে এই গানে সারার হুক স্টেপ নজর কেড়েছিল এবার সেই গানেরই সিগনেচার স্টেপ নিখুঁতভাবে তুলে ধরে একেবারে নিজের মতোন করে পরিবেশন করেছেন এই দুই নৃত্যশিল্পী।

‘মেরা নাম জোকার’ সিনেমার অভিনেত্রীর লুক পাল্টে গেল, সামনে এলো নতুন ছবি

ভিডিওতে দেখা যাচ্ছে গানের তালে বোল্ড লুকে উপস্থিত হয়ে উন্মুক্ত নাভিতে হিল্লোল তুলেছেন তারা। তাদের নাচের মাধ্যমে যে অভিব্যক্তি ফুটে উঠেছে তা এককথায় অনবদ্য। এক্সপ্রেশন থেকে ডান্স মুভস সবেই নিজেদের দক্ষতা প্রকাশ করেছেন নিশা নেহা নামের এই দুই যুবতী। কোনরকম আড়ষ্টতা ছাড়া তাদের এই সাবলীল নাচ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।