লাল শাড়ি সঙ্গে কালো ব্লাউজে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

গান

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিষ হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের কাছে থাকা মুঠোফোন। যার দরুন আমরা খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে গোটা দুনিয়ার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছি। যেখানে রাতদিন নানান প্রতিভার নাচ, গান ভাইরাল হচ্ছে।

গান

কিছুদিন আগেই মার্কেটে ট্রেন্ডিং গানের মধ্যে নয়া সংযোজন ছিল বিখ্যাত আসামী গান ‘আয়লা রে নয়া দামন’। যে গানের সহিত মার্কেটে কোমর দুলিয়েছিলেন বহু রমণী। আমজনতা থেকে সেলিব্রিটি সুন্দরীরাও কেউ বাকি যায়নি এই গানের সহিত নানারকম পারফরম্যান্স করতে। এবার এই গানটির সঙ্গে জমিয়ে নাচ করলেন আর এক সুন্দরী রমণী দীপান্বিতা কুন্ডু ।

Noya daman || Dipanwita Kundu ||

এই গানটি করার জন্যে তিনি ডান্স কস্টিউম হিসেবে পড়েছিলেন লাল বর্ণের সিল্কের শাড়ী! এমনকি হালকা মেক-আপে সেজে এবং চোখে কালো চশমা এঁটে তিনি এই অসাধারণ গানটির সঙ্গে দুর্দান্ত নাচলেন। নাচের দক্ষতা, মারাত্মক মুখাভঙ্গি, এক্সপ্রেশন সবটা দিয়েই তিনি তাঁর এই পারফরম্যান্স ফুটিয়ে তুললেন। যদিও, দীপান্বিতার এহেন দক্ষতার সঙ্গে আমরা পরিচিত বহুদিন থেকেই। তিনি জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’এর সর্বপ্রথম সিজনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

প্রকৃতির মাঝে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

যেখানে বিচারক মিঠুন চক্রবর্তী তাঁকে ‘পান্তা ভাতে কন্ডু’ নাম দিয়েছিলেন। তখন থেকেই নৃত্যের প্রতি তাঁর এক্সপ্রেশনে তাঁর জুড়ি মেলা ভার ছিল। তবে এখন তিনি যুবতী, তাঁর নৃত্যও আরও রসালো গোছের হয়ে উঠছে দিনকে দিন। তেমনি ‘আয়লা রে নয়া দামন’ গানটির সঙ্গেও দীপান্বিতা সুন্দরভাবে এক্সপ্রেশন দিয়ে নাচটি করে রাতারাতি ভাইরাল হয়ে গেলেন। তাঁর এই নাচের ভিডিওটি তিনি নিজেই ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়েছে।