লাল শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজে উদ্দাম ড্যান্স দিলো অভিনেত্রী যামিনীর

অভিনেত্রী যামিনীর

বিনোদন ডেস্ক : ২০১৯ সালে ভোজপুরি সিনেমা জগতে আত্মপ্রকাশ হয় তাঁর। তারপরে ‘পাত্থর কে সনম’ ছবির মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ধীরে ধীরে নিজস্ব হট ও সেক্সি লুকের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই অভিনেত্রী।

অভিনেত্রী যামিনীর

ভাবছেন তো কে এই অভিনেত্রী? এখানে, কথা হচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির এক বিখ্যাত ও সুন্দরী অভিনেত্রী যামিনী সিং-কে নিয়ে। সম্প্রতি, সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে যামিনীর একটি নতুন রিল ভিডিও। লাল শাড়ি ও স্লিভলেস ব্রাউজে হট লুকে ধরা দিয়ে তুমুল নাচ করছেন এই অভিনেত্রী।

যামিনী সিং সামাজিক মাধ্যমে বেশ সক্রিয়। মাঝেমধ্যেই তাঁর অনুরাগীদের জন্য বিভিন্ন ধরনের ছবি ও রিল ভিডিও শেয়ার করতে দেখা যায় তাকে। আর এবার-ও হয়েছে তাই। তবে, এই ভোজপুরি অভিনেত্রী অভিনয় জগত ছাড়া সামাজিক মাধ্যমে এতটাই জনপ্রিয় যে ইতিমধ্যে তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় ৩৩৬ হাজারের ঘরে।

প্রসঙ্গত, আজকের এই ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে নীল আকাশের নীচে সবুজ মাঠের মধ্যে দাঁড়িয়ে লাল রঙের শাড়ি ও তার সাথে ম্যাচিং লাল স্লিভলেস ব্লাউজ পরে অসাধারণ নাচ করছেন এই অভিনেত্রী। আর সেই সময় শাড়ির সঙ্গে ছিল খোলামেলা চুল এবং দুই হাত ভর্তি লাল ও নীল চুড়ি। এক কথায় তাঁর এই হট লুক দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। এছাড়া এই রিল ভিডিওটি তৈরি করার সময় যামিনী যেই গানটিকে বেছে নিয়েছেন তা হল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের জনপ্রিয় ‘বাহারা’ গানটি।

৩০৮ জন মহিলার মধ্যে এই ৬ জন নায়িকাও সঞ্জয় দত্তের সাথে বাস্তবে শুয়ে ছিলেন

বলাই বাহুল্য, যামিনী সিং নিজস্ব প্রোফাইলে এই রিল ভিডিওটি পোস্ট করতেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ইতিমধ্যে এই ভিডিওটির লাইক সংখ্যা ৪ হাজারের বেশি সেইসঙ্গে শত শত মানুষ প্রশংসা মূলক মন্তব্যে ভরিয়ে তুলেছেন তাঁর কমেন্ট বক্স। সেখানে কেউ বলেছেন-‘ কতটা সুন্দর এবং কতটা প্রতিভাবান,, খুব সুন্দর নাচে করেছো তুমি।’ আবার অন্য কেউ বলেছেন-‘ আপনাকে সামাজিক মাধ্যমে দেখতে পেয়ে খুব খুশি হয়েছি, চকচকে থাকুন যামিনী জি।’