লাল শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজে দুর্দান্ত ড্যান্স দিলো সুন্দরী যুবতী

ড্যান্স

বিনোদন ডেস্ক : ‘লাল পাহাড়ি দেশে যা’ এহেন জনপ্রিয় বাংলা গানটির সঙ্গে মোটামুটি সবাই অবগত। মূলতঃ এটি একটি পল্লীগীতি গান। এই গানটির সঙ্গে আমাদের কয়েক প্রজন্ম জুড়ে রয়েছে। বিভিন্ন সময়ে এই পুরোনো দিনের গানটিকে নতুন করে তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হচ্ছে।

ড্যান্স

নানা রকম ভঙ্গিতে এই গানটিকে মার্কেটে পরিবেশন করা হয়, আর তা মার্কেটে প্রকাশ পাওয়া মাত্রই ঝড়ের বেগে ভাইরাল হয়। এবার এই গানটির সঙ্গে নাচ করলেন এক সুন্দরী যুবতী। আর এই যুবতীর সঙ্গে আপনাদের মোটামুটি সবারই পরিচয় আছে। মাঝে মধ্যেই বিভিন্ন বাংলা গানের সঙ্গে নাচ করে থাকেন তিনি।

আসলে বাংলা ভাষা এবং বাঙালি সংস্কৃতির উপর টান সব দেশের। তাই বাংলা গানের বহু বিভাগকে মানুষ খুব যত্ন করে শোনেন। যেখানে রয়েছে আধুনিক, চলচ্চিত্র, পল্লীগীতি, বাউল, লোকগীতি সবটা ঘিরে বাংলা মিউজিক ইন্ডাস্ট্রি।

তবে পল্লীগীতি ও লোকগীতিতে ফুটে ওঠে একেকটা প্রকৃতির নিদর্শন। ভারতবর্ষ গ্রামবাংলার দেশ, চারিদিকটাই শুধু সবুজে মোড়া। আর এই প্রকৃতির সৌন্দর্য্যে ফুটে ওঠে একেকটা লোকগীতি এবং বাউল গানে। তাইতো এই গানটিতেও কোনো একটি পাহাড়ি পরিবেশের কথা ব্যক্ত করা হয়েছে।

এবার একটি জনপ্রিয় গানটির সঙ্গে অসাধারণ নাচ করলেন মৌ। মৌ-এর ছিপছিপে ফিগারে সবরকম পোশাকই মানানসই। যার ইউটিউব চ্যানেলেও লাখ লাখ ফলোয়ারস। আজ তিনি এই গানটির সহিত দূর্দান্ত নাচলেন।

Lal Paharir Deshe Ja Dance Re-Mix / 😍লাল পাহাড়ির দেশে যা / Dance Star Mou / Folk Dance .

একটি লাল রঙা শাড়ী পরে, সঙ্গে দারুণ মেক-আপ এবং মানানসই গয়নাতে সেজে দুর্দান্ত নাচলেন খোলা প্রকৃতির মধ্যে। আর এই রমনীর নাচ যে দুর্দান্ত হয়, তাও মোটামুটি সবারই জানা। গোটা প্রকৃতির মধ্যেই তিনি অসম্ভব শরীরী হিল্লোল তুললেন।

সালমান খানের দেহরক্ষী হচ্ছেন রাখি, গুঞ্জন তুঙ্গে

আর তাঁর এই নাচের সঙ্গে দুর্দান্ত অঙ্গিভঙ্গির সম্ভার, অঙ্গপ্রত্যঙ্গের পারদর্শীতা, শরীরের হিল্লোল সবটাই নজরকাড়া হয়। তাঁর নাচের সঙ্গে সঙ্গে ছিল দূর্দান্ত এক্সপ্রেশনেরও জারিঝুরি। যা দেখে নেটিজেনরা রীতিমতন তাজ্জব হয়ে গিয়েছেন, তাঁর নাচের পারদর্শীতা দেখেই বোঝা যাচ্ছে যে, তিনি নাচে ভীষণই দক্ষ। তাইতো এই ভিডিওটি প্রচুর পছন্দের সংখ্যা ছাড়িয়েছে। ‘Dance Star Mou’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।