দীর্ঘ চার বছর পর পর্দায় ফিরেছেন আমির খান। তার ছবি মানেই দর্শকেরা একটু বেশিই প্রত্যাশা করে থাকেন। ভিন্ন ভিন্ন বিষয়কে পর্দায় ফুটিয়ে তোলা তাঁর পছন্দের। এবারও তেমনই এক পুরস্কারজয়ী হলিউড ছবির অফিশিয়াল হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। যদিও এই ছবিকে তৈরি করা হয়েছে একেবারে ভারতীয় ছবির কায়দায়। গত বছরের শেষ থেকে মুক্তির অপেক্ষায় দিন গুনছিল ‘লাল সিং চাড্ডা’। বার বার এই ছবির মুক্তির দিন বদলেছে। কখনও করোনা পরিস্থিতি বাধা হয়ে দাঁড়িয়েছে তো কখনও অন্য কোনও কারণে মুক্তি পিছিয়ে গিয়েছে।
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ১১ অগাস্ট মুক্তি পেয়েছে ‘লাল সিং চাড্ডা’। ছবির প্রচারও সেভাবেই ভিন্ন কায়দায় করেছেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট। ছবির ট্রেলার মুক্তি পেয়েছে চলতি বছর আইপিএলের ফাইনালের দিন। সব মিলিয়ে ‘লাল সিং চাড্ডা’কে কেন্দ্র করে দর্শকদের উচ্ছ্বাসার পারদ চড়েছে প্রতিদিন। কিন্তু এত প্রচার, এত উচ্ছ্বাস কি প্রভাব ফেলতে পারল বক্স অফিস কালেকশনে? প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি?
প্রথমদিন কত টাকার ব্যবসা করল ‘লাল সিং চাড্ডা’?
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি মুক্তির দিন ব্যবসা করেছে ১২ কোটি টাকার। যদিও প্রথমদিনের বক্স অফিস কালেকশনকে কিছুটা কম বলেই জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা। তাঁদের প্রত্যাশা আরও বেশি ছিল এই ছবিকে কেন্দ্র করে। আবার বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, গত ১৩ বছরে ‘লাল সিং চাড্ডা’র প্রথমদিনের বক্স অফিস কালেকশনের হিসেবে আমির খানের কেরিয়ারের সবথেকে কম ব্যবসা করা ছবি। এমনকি, আমির খান, অমিতাভ বচ্চন অভিনীত ‘ঠগস অফ হিন্দুস্তান’, যে ছবিকে অভিনেতার কেরিয়ারের সবথেকে ব্যর্থ ছবি হিসেবে ধরা হয়, সেটিই প্রথম দিন ব্যবসা করে ৫২ কোটি টাকার। এখন সকলেই তাকিয়ে রয়েছেন শনিবার ও রবিবারের ব্যবসার দিকে।
‘লাল সিং চাড্ডা’ ছবিটি পরিচালনা করেছেন অদ্ভেত চন্দন। ছবিটি লিখেছেন অতুল কুলকার্ণি। ৬টি অ্যাকাডেমি পুরস্কার জেতা ‘ফরেস্ট গাম্প’-এর অফিশিয়াল রিমেক ‘লাল সিং চাড্ডা’। এই ছবি দিলে বলিউডে আত্মপ্রকাশ হল দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর। ‘লাল সিং চাড্ডা’ ছবিতে আমির খানের বিপরীতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিংহ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।