ভেন্যু নিয়ে বার্সেলোনার জটিলতা কাটছে না। আগামী মাসে ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ প্রতিপক্ষের মাঠে খেলার যে অনুরোধ করেছিল কাতালান ক্লাবটি, তা প্রত্যাখ্যান করেছে লিগ কর্তৃপক্ষ। কাম্প নউ স্টেডিয়াম প্রত্যাশিত সময়ে প্রস্তুত না হওয়ায় এই সমস্যায় পড়েছে বার্সেলোনা। দুই বছরের বেশি সময় ধরে সংস্কার কাজ চলছে এই স্টেডিয়ামে।
এবারের লা লিগা মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ বার্সেলোনা খেলছে প্রতিপক্ষের মাঠে। আগামী ১৪ সেপ্টেম্বর চতুর্থ রাউন্ডে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি কাম্প নউয়ে খেলার কথা তাদের।
কিন্তু আরও সময় চেয়ে ম্যাচটি ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলার অনুরোধ করে বার্সেলোনা। স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপ-এর খবর, ক্লাবটির সেই অনুরোধ ফিরিয়ে দিয়েছে লা লিগা।
গত দুই মৌসুমে বার্সেলোনা তাদের হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। কিন্তু ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি এই মাঠে খেলতে পারবে না তারা, কারণ একই সপ্তাহে এখানে কনসার্ট হওয়ার কথা আছে।
যদি কাম্প নউ সময়মতো প্রস্তুত না হয়, তাহলে ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের জন্য বার্সেলোনার সামনে দুটি পথ খোলা থাকবে। ম্যাচটি তাদের খেলতে হবে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহোন ক্রুইফ স্টেডিয়ামে, যেখানে খেলে বার্সেলোনার নারী দল। অথবা মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে হবে, যেটি বার্সেলোনার নগর প্রতিদ্বন্দ্বী জিরোনার ঘরের মাঠ।
২০২৩ সালের মে মাসে সবশেষ কাম্প নউয়ে খেলেছিল বার্সেলোনা। এরপর এখানে ব্যাপক সংস্কার শুরু হয়। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর সঙ্গে জার্সি ও স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই কাম্প নউ।
প্রাথমিকভাবে ২০২৪ সালের নভেম্বরে কাম্প নউয়ে ফেরার পরিকল্পনা করেছিল বার্সেলোনা। কিন্তু সেই তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়। গত মাসের শুরুতে ক্লাবটি ঘোষণা দিয়েছিল, হোয়ান গাম্পার ট্রফি দিয়ে স্টেডিয়ামটিতে ফিরবে তারা। পরে সেই পরিকল্পনাও বদলে গত ১০ অগাস্ট ইতালিয়ান ক্লাব কমোর বিপক্ষে ম্যাচটি তারা খেলে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে।
কাম্প নউয়ের সংস্কার কাজ অবশ্য ২০২৬-২৭ মৌসুম শুরুর আগ পর্যন্ত পুরোপুরি শেষ হওয়ার তেমন সম্ভাবনা নেই। ৫০ থেকে ৬০ হাজার আসনে দর্শক রেখে এখানে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বার্সেলোনা। আর সূচির মাঝে ফাঁকা সময়ে চলবে সংস্কার।
মৌসুমে লা লিগায় প্রথম দুই ম্যাচ জিতে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে বার্সেলোনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।