খোলা বাজারে খাদ্য শস্য বিক্রির পরিবেশক (ডিলার) নিয়োগে অনিয়মের অভিযোগে কুমিল্লার লালমাই উপজেলায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ২৬ ঘণ্টা ধরে তালাবদ্ধ থাকে ওই কার্যালয়।
পরে মঙ্গলবার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পরিবেশক নিয়োগ কমিটির সভাপতি হিমাদ্রী খীসার কাছে তালার চাবি হস্তান্তর করা হয়।
মঙ্গলবার রাত ৮টায় ইউএনও এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (৩০ জুন) বিকেল ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেনের নেতৃত্বে ছাত্র প্রতিনিধি ও বঞ্চিত পরিবেশকরা খাদ্য অফিসের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দেন। পরে ছাত্র প্রতিনিধিরা নিয়োগ বাতিলের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক, ইউএনও ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লালমাই উপজেলা শাখার আহ্বায়ক নোমান হোসেন বলেন, আমি নিজেই বাগমারা দক্ষিণ ইউনিয়নে একজন ওএমএস পরিবেশক প্রার্থী। খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশনা মেনে আমি সব কাগজপত্র জমা দিয়েছি।
আমাকে কিছু না জানিয়ে একজন ওষুধ দোকানদারকে অনিয়মের মাধ্যমে লটারি ছাড়াই আমাদের ইউনিয়নে পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। অন্য দুটি ইউনিয়নেও পরিবেশক নিয়োগে অনিয়ম হয়েছে।
নিয়োগপ্রাপ্তরা সবাই বিএনপির রাজনীতি করে। সে কারণে প্রতিবাদ করতে গিয়ে আমরা তালা লাগিয়েছি। তবে আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা ইউএনওর কাছে চাবি হস্তান্তর করা হয়েছে।
লালমাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রাজিব কুমার দে বলেন, সব নিয়ম মেনে পরিবেশক নিয়োগ দেওয়া হয়েছে। তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খাদ্য অফিসের তালা ভেঙ্গে নতুন তালা লাগিয়ে দিয়েছেন। এটি দুঃখজনক।
কুমিল্লা জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুন্ডু বলেন, তালা ঝুলানোর বিষয়ে আমি অবগত রয়েছি। বৈষম্যবিরোধী ছাত্রদের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের প্রমাণ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশক নিয়োগ কমিটির সভাপতি হিমাদ্রী খীসা বলেন, যথাযথ নিয়ম মেনে সোমবার উপজেলার তিনটি বাজারে পরিবেশক নিয়োগ করা হয়েছে। বাগমারা ও ভুশ্চি বাজারে বিকল্প বৈধ প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজনকে চূড়ান্ত করা হয়েছে।
হরিশ্চর বাজারে বৈধ চারজন প্রার্থীর মধ্যে প্রকাশ্যে লটারির মাধ্যমে একজনকে চূড়ান্ত করা হয়েছে। তারপরও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা খাদ্য অফিসের তালা ভেঙে নতুন তালা ঝুলিয়েছে।
তিনি আরও বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে বৈষম্যবিরোধীদের কয়েকজন এসে তালার চাবিটি আমার কাছে দিয়ে গেছেন। বুধবার (২ জুলাই) থেকে যথারীতি খাদ্য নিয়ন্ত্রক অফিসের কার্যক্রম পরিচালিত হবে। তালা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।