আবির হোসেন সজল : লালমনিরহাটে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে অফিস।
সোমবার দুপুর দেড়টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে প্রবেশমুখে বিডিআর গেট সংলগ্ন ওয়াশ ফিড (গাড়ি ধৌতকরণ) এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও রেল বিভাগ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে পৌঁছে যাত্রী নামিয়ে দেয়। এরপর সেটি পরিষ্কারের জন্য ওয়াশ ফিড এলাকার দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় বিপরীতদিক থেকে পাটগ্রামের বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি সিগন্যাল অতিক্রম করে স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন ওয়াশ ফিডে প্রবেশরত লালমনি এক্সপ্রেস ট্রেনটির পিছনের দিকে বগিতে ধাক্কা দেয়। এতে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় লালমনিরহাট এক্সপ্রেসে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর কিছু সময় লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন ট্রেন চলাচল স্বাভারিক রয়েছে।
দুর্ঘটনার পর লালমনিরহাট সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের অফিসের ডিএনই (লোকেমোটিভ) তাজিন হাসান বলেন, রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর রেক ও লাইন মেরামতের কাজ শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু হেনা মোস্তফা আলম জানান, ঘটনা তদন্তে বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আবদুল্লা আল মামুনকে প্রধান করে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবে বলে তিনি জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।